বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) এমন কিছু স্টক থাকে যেগুলি বিনিয়োগকারীদের কয়েক বছরের মধ্যেই বিপুল রিটার্ন প্রদান করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ঠিক সেইরকমই এক স্টক হল প্যানোরামা স্টুডিওজের। সোমবার লেনদেনের সময় এই স্টকের দাম ০.৯৯ শতাংশ বেড়ে ৪০.৭০ টাকা হয়েছে। BSE অনুসারে, বলিউড অভিনেতা অজয় দেবগন এই কোম্পানির ১০ লক্ষ শেয়ারের মালিক। এটি কোম্পানির ১.৪১ শতাংশ শেয়ারের সমান।
এই স্টকে (Share Market) মিলেছে বিপুল রিটার্ন:
জানিয়ে রাখি যে, দীর্ঘমেয়াদে কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের কাছে শক্তিশালী রিটার্ন প্রদান করেছে। গত ৫ বছরে, শেয়ারটি প্রায় ১৪০০ শতাংশ লাভ করেছে। সেই সময়ে এই শেয়ারের দাম ছিল মাত্র ৩ টাকা। এদিকে, ২২ মার্চ, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার মাত্র ৭৯ পয়সায় বিক্রি হচ্ছিল। তারপর থেকে, শেয়ারটি ৫,৫০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

কোম্পানির আর্থিক পরিস্থিতি: প্যানোরামা স্টুডিওজ ইন্টারন্যাশনাল তার আর্থিক প্রতিবেদন অব্যাহত রেখে সেপ্টেম্বর ২০২৫ ত্রৈমাসিকে সামান্য দুর্বল ফলাফলের কথা জানিয়েছে। যেখানে নিট সেলস কমে ৭৭.৮৬ কোটি টাকা হয়েছে। যা গত বছরের একই ত্রৈমাসিকে ৮২.১৪ কোটি টাকা ছিল। এদিকে, ত্রৈমাসিক নিট মুনাফাও ৫৯ শতাংশেরও বেশি কমে ২.০৪ কোটি টাকা হয়েছে। যা ২০২৪ সালের সেপ্টেম্বরে ৫.০৩ কোটি টাকা ছিল। এদিকে, EBITDA-ও ৮.৬৬ কোটি টাকা থেকে কমে ৫.৮৭ কোটি টাকা হয়েছে। তবে, কোম্পানিটি আসন্ন প্রজেক্ট থেকে ভবিষ্যতে উন্নত কর্মক্ষমতা আশা করে।
আরও পড়ুন: শুধুই হুঙ্কার! ভারতের সামরিক শক্তির সামনে আদৌ টিকতে পারবে বাংলাদেশ?
কোম্পানির ব্যবসা: জানিয়ে রাখি যে, প্যানোরামা স্টুডিওস এবং অজয় দেবগনের জুটি এর আগে বেশ কয়েকটি হিট ছবিতে কাজ করেছে। অজয় প্যানোরামা ব্যানারে নির্মিত ‘দিল তো বাচ্চা হ্যায় জি’, ‘রেইড’ এবং ‘দৃশ্যম’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। বিশেষ করে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিটি বক্স অফিসের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও একটি শক্তিশালী ছাপ ফেলেছে।
আরও পড়ুন: এক ফোনেই বাজিমাত! এই দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের, হল ঘোষণা
এই সাফল্যের ওপর ভিত্তি করে, প্যানোরামা স্টুডিওজ এখন কেবল দেশেই নয়, বিদেশেও এর কনটেন্ট সম্প্রসারণের কৌশল নিয়ে কাজ করছে। কোম্পানিটি সম্প্রতি হাম্বল মোশন পিকচার্স FZCO এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মিডিয়া-এন্টারটেইনমেন্ট ইউনিট জিও স্টুডিওর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই প্রসঙ্গে কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কুমার মঙ্গত পাঠকের মতে, প্যানোরামা আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ১০ টি ভিন্ন দেশে ‘দৃশ্যম’ প্রডিউস করার লক্ষ্যমাত্রা নিয়েছেন। এই পদক্ষেপকে ভারতীয় কনটেন্টকে গ্লোবাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য একটি বড় উদ্যোগ হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












