বাংলা হান্ট ডেস্ক: উত্তুরে হাওয়ার দাপটে বাড়ছে। দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ঠান্ডায় রীতিমতো কাবু। আবহাওয়া দপ্তর বলছে, বুধবারের পর থেকে আরও একটু তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে কুয়াশার কারণে জেলায় জেলায় জারি হয়েছে সতর্কতা। আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
বড়দিনের আগে রাজ্যে আরও পারদপতনের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী ২৪ঘণ্টায় বড়সড় পতন না হলেও ২৪ ডিসেম্বর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। কিছু জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। বড়দিনের আগে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১২-১৩ ডিগ্রির ঘরে।
আপাতত পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ কিছুটা বেশি থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩-২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির আশেপাশে। পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘোরাঘুরি করবে সর্বনিম্ন তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কুয়াশা থাকবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকার সম্ভাবনা। কোথাও কোথাও কুয়াশার জেরে দৃশ্যমানতা ৫০ মিটারের নেমে যেতে পারে। সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সকালে কুয়াশার প্রভাব বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যাবে।

আরও পড়ুন: সম্প্রীতির কবির সমাধির পাশেই ভারতবিদ্বেষী হাদির কবর! ক্ষোভ প্রকাশ নজরুলের পরিবারের
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে শীতের দাপট বজায় থাকবে। চলতি সপ্তাহে তাপমাত্রা বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৬-৮ ডিগ্রির মধ্যে থাকবে। কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরের উপরের পাঁচ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। মালদা ও আশপাশের এলাকায় তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আগামী সপ্তাহ থেকে ঠান্ডার দাপট বাড়তে পারে।












