রাতের ট্রেনে একা যাত্রার আগে জেনে নিন জরুরি সেফটি টিপস গুলো…

Published on:

Published on:

Indian Railways things to keep in mind when traveling by train at night
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণমাধ্যমের সবচেয়ে ব্যবহৃত পরিবহন মাধ্যম হল ট্রেন (Indian Railway)। কারণ প্রতিদিন বহু সংখ্যক মানুষই ট্রেনে যাতায়াত করেন। আবার অনেককে কাজের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যেতে রাতের ট্রেন সফর করতে হয়। কিন্তু রাতে ট্রেনে সফর করতে গেলে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। কারণ, এই নিয়ম গুলো না মানলে আপনাকে গুনতে হতে পারে জরিমানা।

রাতে ট্রেনে ভ্রমন করলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে (Indian Railway)

ভারতের ট্রেনে চড়ে প্রতিদিন কোটি কোটি মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন। আবার কেউ কেউ স্বল্প দূরত্ব যাতায়াত করার জন্য ট্রেন ধরে থাকেন। অনেকে দূর পাল্লার ট্রেনে যাতায়াত করে। তবে রাতের বেলায় ট্রেনে করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হলে আপনাকে রাতের বেলা বেশ কিছু নিয়ম মানতে হবে। কারণ এই নিয়মগুলো রেলওয়ে তরফ থেকে করা হয়েছে। আর আপনি যদি এই নিয়মগুলো সম্পর্কে না জানেন তাহলে সেই নিয়ম গুলো একবার জেনে নিন (Indian Railway)। কারণ এই নিয়মগুলো না জানলে আপনাকে গুনতে হতে পারে বড় জরিমানা বা হতে পারে আপনার শাস্তি।

Indian Railways things to keep in mind when traveling by train at night

আরও পড়ুন: চেনা পাহাড় ছেড়ে নতুন পথে, কাঞ্চনজঙ্ঘা দর্শনের নতুন ঠিকানা পোখারিধুরা

১) রাতে দূরপাল্লার ট্রেনের সফর করতে হলে সহযাত্রীদের সমস্যায় যাতে না হয় তার জন্য লাইট অফ করে রাখাটাই বাঞ্ছনীয়। শুধুমাত্র নাইটল্যাম্প আপনি ব্যবহার করতে পারবেন।

২) ট্রেনে ওঠার আগে টিকিট, পরিচয় পত্র সহজে খুঁজে পাবেন এমন স্থানের এই সকল জিনিসগুলোকে রাখুন।

৩) ট্রেনে উঠেই ব্যাগ তালাবদ্ধ রাখুন। এছাড়া মূল্যবান জিনিস সব সময় নিজের কাছে রাখতে হয়।

৪) অপরিচিতদের সঙ্গে কথা বলা থেকে বিরত থাকুন। পাশাপাশি কেউ কিছু খেতে দিলে সেটি খাবেন না।

৫) ট্রেনে সফরের সময় ঢিলেঢালা ও আরামদায়ক পোশাক পড়ুন। পাশাপাশি হালকা চাদর সঙ্গে রাখুন।

৬) বেশ রাত্র বেলায় ট্রেনে যাতায়াত করার সময় শুকনো খাবার সঙ্গে রাখতে পারেন।

৭) রাত দশটার মধ্যে আলো বন্ধ করে দেওয়া উচিত। পাশাপাশি জোরে কথা বলা যাবে না। এছাড়া রাত্রি দশটার মধ্যে প্যান্ট্রিকার থেকে খাবার অর্ডার করে রাখুন। কারণ এরপর আর খাবার অর্ডার আপনি করতে পারবেন না (Indian Railway)।