মেলেনি মেসির দর্শন! ফেরানো হবে টিকিটের টাকা? আদালতে রাজ্য বলল, আমরা…

Published on:

Published on:

calcutta high court(86)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মেসি (Lionel Messi) থেকে মেস! যুবভারতীকাণ্ডে হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছে একাধিক মামলা। সেই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতেই প্রশ্ন উঠল, কলকাতার লেকটাউনে লিয়োনেল মেসির যে ৭০ ফুট দীর্ঘ মূর্তি বসানো হয়েছে, ওই মূর্তি কি সরকারি জমিতে বসানো হয়েছে না কি ব্যক্তিগত জমির উপর নির্মাণ?

মেসিকাণ্ডে হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য | Calcutta High Court

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের ফুটবল তারকার ওই মূর্তি নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ওই মূর্তি ব্যক্তিগত উদ্যোগে রাজ্যের মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসু তৈরি করিয়েছেন।

কার জমিতে বসানো হয়েছে? আদালতের প্রশ্ন, সরকারি জমিতে কি ব্যক্তিগত ভাবে কিছু করা যায়? পাল্টা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে জানান, ৬৫ কোটি টাকা আগেই দেওয়া হয়েছিল। এত টাকা কীভাবে দেওয়া হল? টেন্ডার কি দেওয়া হয়েছিল? আগের ডিরেক্টর কারা ছিলেন সেই প্রশ্নও তোলা হয়।

শাসকদলের নেতা ফুটবলারের ওই মূর্তি বানালেন কীভাবে? সেই প্রশ্নও তোলেন বিরোধী দলনেতার আইনজীবী। আরও বলেন, মেসিকে দেখতে এত খরচ করে যাঁরা টিকিট কাটলেন, তাঁদের টাকা কীভাবে উদ্ধার হবে? এই নিয়ে আদালতও প্রশ্ন করলে রাজ্যের আইনজীবী বলেন, ”আমরা টিকিট বিক্রি করিনি। তাই টাকা উদ্ধারের কাজও আমাদের নয়। আমরা রিকভারি এজেন্ট নই।”

Messi Visit Chaos Reaches Calcutta High Court

আরও পড়ুন: বংশগৌরব থেকে ডিগ্রির তালিকা, বিশিষ্ট গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নে পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা কী? জানুন

তিনি আরও বলেন, “যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাও ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর এই ভূমিকা দেখতে পাবেন না।” মূর্তি প্রসঙ্গ ছাড়াও এদিন আরও একাধিক প্রসঙ্গে দীর্ঘক্ষণ আদালতে এনিয়ে সওয়াল-জবাব চলে। সব শেষে রায়দান আপাতত স্থগিত রেখেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ।