বড়দিনে শহরবাসীর জন্য বড় স্বস্তি! ব্লু ও গ্রিন লাইনে রাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা

Published on:

Published on:

Kolkata Metro on christmas day extra metro trains on the Blue-Green line
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে বড়দিন। এই বড়দিন উপলক্ষে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফ থেকে দেওয়া হল ‘বড়’ উপহার। আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেশি রাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা। ব্লু ও গ্রিন লাইনে রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে ট্রেন। সোমবার এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রোর তরফ থেকে। ২৫ ডিসেম্বরের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বড়দিনে যাত্রীদের জন্য় সুখবর! ক্রিসমাস উপলক্ষে ব্লু-গ্রিন লাইনে বাড়তি মেট্রো (Kolkata Metro)

বড়দিনে শহরের পথে বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখে ব্লু লাইন ও গ্রিন লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বেশি রাত অব্দি মেট্রো (Kolkata Metro) চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এই দিন ব্লু লাইনে মোট ২২৪ টি ট্রেন চলাচল করবে।

Kolkata Metro on christmas day extra metro trains on the Blue-Green line

আরও পড়ুন: রাতের ট্রেনে একা যাত্রার আগে জেনে নিন জরুরি সেফটি টিপস গুলো…

সকাল ৬:৫০ মিনিটে প্রথম পরিষেবার শুরু হবে বড়দিনের দিন। এছাড়া দুপুর ২:৪০ মিনিট থেকে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত ৭ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে এই করিডোরে। তাছাড়া নোয়াপাড়া,শহিদ ক্ষুদিরাম, দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমার থেকে প্রথম ট্রেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন থাকছে বলে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে।

তাছাড়া গ্রিন লাইনের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দিন গ্রিন লাইনে ২০১ টি ট্রেন চালানো হবে। পাশাপাশি ২৫ তারিখ ৬:৩৯ মিনিট থেকে রাত ১০:২০ পর্যন্ত ট্রেন চলাচল করবে এই লাইনে। একই সঙ্গে বিকেল ৪:২০ থেকে ৮:৩০ পর্যন্ত ৬ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে গ্রিন লাইনে।

তবে ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে বড়দিনে স্বাভাবিক পরিষেবাই চলবে বলে জানিয়েছে মেট্রো রেলওয়ে। কিন্তু এই বড়দিনে পার্কস্ট্রিট ও সংলগ্ন এলাকায় ভিড়ের কথা মাথায় রেখে এই বিশেষ পরিষেবায় খুশি নিত্যযাত্রীরাও। উৎসবের রাতে নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতেই মেট্রোর এই উদ্যোগ। পাশাপাশি অতিরিক্ত মেট্রো দেওয়ার ফলে যাত্রীদের যাত্রা আরও  সহজ হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)।