বাংলাহান্ট ডেস্ক : বাংলার বুকে ‘মা’ শব্দটা বলা যাবে না? মা শব্দ সাম্প্রদায়িক? সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে ‘জাগো মা’ গান গাওয়ায় যেভাবে নজিরবিহীন আক্রমণের মুখে পড়তে হল তাতে এভাবেই আওয়াজ তুলেছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। গায়িকার পাশে দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টেনে ক্ষোভ উগরে দিলেন তিনি।
লগ্নজিতার ঘটনায় ক্ষুব্ধ মিঠুন (Mithun Chakraborty)
সম্প্রতি কলকাতায় ‘প্রজাপতি ২’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মিঠুন। সেখানেই লগ্নজিতার ঘটনাটির প্রসঙ্গ উঠতে আক্ষেপ প্রকাশ করেন অভিনেতা। তিনি বলেন, কী দুঃখের কথা বলুন তো। মা শব্দে নাকি গান গাওয়া যাবে না। মা শব্দ তো সবাই বলে। মায়ের পায়ের নীচে তো স্বর্গ। মা কী করে সাম্প্রদায়িক? একটু ভেবেচিন্তে কথা বলা উচিত।

প্রশাসনকে কটাক্ষ মিঠুনের: মিঠুন আরও বলেন, এ রাজ্যে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। বাংলাদেশে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে। বাংলায় গাইতে দিচ্ছে না। গাইতে গেলে তাঁকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এটা অলমোস্ট বাংলাদেশ হয়ে গিয়েছে। কিন্তু হতে দেব না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে একে রক্ষা করব।
আরও পড়ুন : বিয়েতে থাকতে পারেননি, নবদম্পতি মৌবনী-সৌম্যকে বিশেষ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
বিজেপির হয়ে প্রচারে মিঠুন: রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত মিঠুন (Mithun Chakraborty)। বিজেপির পদপ্রার্থী না হলেও গেরুয়া শিবিরের হয়ে প্রচারে অংশ নিয়েছেন তিনি। তাঁর বিভিন্ন বক্তব্যে তৈরি হয়েছে বিতর্কও। কিন্তু মিঠুন অদম্য। প্রায়ই রাজ্যের শাসক দলকে তোপ দেগে কথা বলতে দেখা যায় তাঁকে। লগ্নজিতার ঘটনাতেও রাজ্য প্রশাসনকে একহাত নিয়েছেন তিনি।
আরও পড়ুন : বছর শেষে বড় উপহার, তিন জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলে
প্রসঙ্গত, আগামীতে ‘প্রজাপতি ২’ ছবিতে দেখা যাবে মিঠুনকে। প্রজাপতি ছবির সিক্যুয়েল হতে চলেছে এই ছবি। এখানেও দেবের বাবার ভূমিকায় দেখা যাবে মহাগুরুকে। আসন্ন বড়দিনে মুক্তি পেতে চলেছে ছবিটি।












