উইকেন্ডে অফবিট প্ল্যান! পাশের রাজ্যের পাহাড়ঘেরা গ্রামেই হোক হাওয়াবদল

Published on:

Published on:

Odisha find peace in the mountains a small settlement in the neighboring state is sufficient
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকালে মানুষ কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। তবে আপনি ছুটির অভাবে ঘুরতে যাওয়ার কথা ভাবলেও, দুদিনের ছুটিতে কোথায় যাবেন তা ঠিক করে উঠতে পারছেন না। তবে চিন্তার আর কিছু নেই আজকের প্রতিবেদনে রইল পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ওডিষ্যার (Odisha) কথা। এখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

ছুটি অল্প? পাহাড়ের শান্তি পেতে পাশের রাজ্যের ছোট জনপদই যথেষ্ট (Odisha)

আপনি এই ছুটির মরশুমে ঘুরতে যাবেন ভাবছেন? কিন্তু কোথায় যাবেন তা ঠিক করে উঠতে পারছেন না। তবে চিন্তার কিছু নেই। হাতে দুই দিনের ছুটি নিয়ে অনায়াসে ঘুরে আসতে পারেন ওডিশা (Odisha)। এখানে গেলে প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

Odisha find peace in the mountains a small settlement in the neighboring state is sufficient

আরও পড়ুন: পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন সংসদের তরফ থেকে, উচ্চ মাধ্যমিকের ওএমআর শিট যাবে সরাসরি স্কুলে

এখানে গেলে আপনাকে বালাসোর হয়ে যেতে হবে। কারণ এখানে রয়েছে নীলগিরি পাহাড়ের কোলে ছোট জনপদ পঞ্চলিঙ্গ। চাইলে এখানে আপনি ২ রাত্রি কাটিয়ে যেতে পারবেন।

কী কী দেখবেন?

এখানে ঘুরতে আসলে আপনি ২৬০টি সিঁড়ি ভেঙে পৌঁছতে হয় মন্দিরে। জনশ্রুতি রয়েছে, পাহাড়ের খাঁজে প্রাকৃতিক ভাবে সৃষ্ট পাথরের পাঁচটি শিবলিঙ্গের জন্য এই জায়গার নাম ‘পঞ্চলিঙ্গেশ্বর’ হয়েছে। তার গা দিয়ে অবিরাম বয়ে চলেছে জলরাশি। পাহাড়ের উপর স্বাভাবিক ভাবে তৈরি চিংড়ি হ্রদটিও দেখার মতো। শান্ত, নিরিবিলি পরিবেশে একটা বেলা কাটাতে মন্দ লাগবে না।

কীভাবে যাবেন?

আপনি বিমান পথে কলকাতা গেলে আপনাকে নামতে হবে ভুবনেশ্বর। সেখান থেকে পঞ্চলিঙ্গ পৌঁছানো যায় সহজে। আর আপনি যদি রেল পথে অথবা ট্রেনে করে যান তাহলে আপনাকে যেতে হবে বালাসোর। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন (Odisha)।