স্বপন কামিল্যা খুনে নয়া মোড়, আত্মসমর্পণের জন্য বিডিও প্রশান্ত বর্মনকে ৭২ ঘণ্টার সময় দিল হাই কোর্ট

Published on:

Published on:

Calcutta High Court Orders BDO to Surrender in Gold Trader Murder Case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের মামলায় বড়সড় মোড় এল। এই ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আগাম জামিন সংক্রান্ত নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে হাইকোর্ট জানিয়ে দিল, খুনের মতো গুরুতর মামলায় প্রয়োজনীয় দিকগুলি বিচার না করেই জামিন দেওয়া হয়েছিল।

কী জানালেন বিচারপতি?

আদালতে (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানান, খুনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে জামিন বা আগাম জামিন দেওয়ার আগে যে বিষয়গুলি খতিয়ে দেখা জরুরি, নিম্ন আদালত সেই বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা করেনি। তাঁর পর্যবেক্ষণ, গুরুতর অভিযোগ ও মামলার গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণকে উপেক্ষা করেই অভিযুক্তকে আগাম জামিন দেওয়া হয়েছিল। সেই কারণেই নিম্ন আদালতের নির্দেশ খারিজ করা হল।

বারাসাত আদালতের রায়ের বিরোধিতা করে হাই কোর্টে (Calcutta High Court) আবেদন পুলিশের

এই মামলায় বারাসত আদালত আগাম জামিন দিয়েছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করেছিল পুলিশ। পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জাল নথি পেশ করে নিম্ন আদালত থেকে আগাম জামিন আদায় করেছিলেন প্রশান্ত বর্মন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর নিউ টাউনের একটি এলাকা থেকে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার মৃতদেহ। পরিবারের অভিযোগ, স্বপন কামিল্যাকে অপহরণ করে খুন করা হয়েছে। এই ঘটনার তদন্তে উঠে আসে একাধিক নাম, যার মধ্যে অন্যতম অভিযুক্ত হিসেবে উঠে আসে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম।

Calcutta High Court

আরও পড়ুনঃ খসড়া ভোটার তালিকা নিয়ে শুনানি শুরু শনিবার! কোথায় হবে, কাদের ডাকা হবে? জানাল নির্বাচন কমিশন

এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে সরকারি আইনজীবী আগেই জানিয়েছিলেন, এই মামলার অন্যতম মূল অভিযুক্ত হলেন বিডিও প্রশান্ত বর্মন। হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশের পর এখন তাঁর আত্মসমর্পণের দিকেই তাকিয়ে রয়েছে তদন্তকারী সংস্থা।