বাংলা হান্ট ডেস্ক: রেল যাত্রীদের জন্য সুখবর। অবশেষে দীর্ঘদিনের দাবি মিটল স্থানীয়দের। কারণ, দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম পুরোনো বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেসে জুড়ল অত্যাধুনিক প্রযুক্তির LHB কোচ (Indian Railways)। কারণ এতদিন এই ট্রেনে পুরোনো ICF কোচ ব্যবহার হতো। জানা যায় মঙ্গলবার সকালে নতুন কোচ লাগানো এই ট্রেনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
ICF যুগের অবসান, LHB কোচে চলবে তেভাগা এক্সপ্রেস (Indian Railways)
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোককুমার লাহিড়ী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং কাটিহার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কিরেন্দ্র নাড়া।মঙ্গলবার সকাল ৫টা ৪৫ মিনিটে সবুজ পতাকা নাড়িয়ে নতুন কোচ লাগানো এই ট্রেনের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: উইকেন্ডে অফবিট প্ল্যান! পাশের রাজ্যের পাহাড়ঘেরা গ্রামেই হোক হাওয়াবদল
নতুন ট্রেনটি ২২ টি অত্যাধুনিক LBH কোচ নিয়ে রওনা দেয়। প্রসঙ্গত প্রথম ২০০৭ সালে ২৫ নভেম্বর বালুরঘাট থেকে কলকাতা তেভাগা এক্সপ্রেস ট্রেনটি চালু হয়। এরপর এই ট্রেনটি কলকাতায় সঙ্গে বালুরঘাটে সরাসরি সংযোগ স্থাপন করে।
এই ট্রেনটি সপ্তাহে ছদিন যাতায়াত করে। যদিও সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ভোর ৫:৪৫ মিনিটে বালুরঘাট থেকে কলকাতা থেকে রওনা দেয়। অপরদিকে শনিবার বাদ দিয়ে কলকাতা স্টেশন থেকে দুপুর ১২:৫৫ মিনিটে বালুরঘাটের দিকে যায়। যদিও এতদিন এই ট্রেনটি তে ২৪ টি IFC কোচ ছিল। তবে বর্তমান নতুন কোচ লাগানোর ফলে ২৪ তীর বদলে ২২ টি LBH কোচ লাগানো হয়।
এছাড়াও দীর্ঘদিন এই ট্রেনটি নিয়ে ও যাত্রীদের মধ্যে নানান অভিযোগ উঠেছে। তবে এবার এই ট্রেনের কোচ বদল হওয়ায় খুশি হয়েছেন যাত্রীরা। পাশাপাশি এই দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি জেলার বাসিন্দারা।এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, নতুন LHB কোচ অনেক বেশি সুরক্ষিত ও নিরাপদ। এই কোচে যাতায়াতও অনেক আরামদায়ক (Indian Railways)।












