বাংলাহান্ট ডেস্ক : বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং এর ‘ধুরন্ধর’ (Dhurandhar)। পরপর রেকর্ড ভেঙে চলেছে ছবিটি। সপ্তাহের শেষ দিন, রবিবারও চুটিয়ে ব্যবসা করেছে ছবিটি। যে হারে বক্স অফিসে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ছবিটি, তাতে এর মধ্যেই বছরের সেরা ১০ টি ছবির তালিকায় নাম তুলে ফেলেছে ‘ধুরন্ধর’। ইতিমধ্যেই রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’কে ছাপিয়ে গিয়েছে ছবিটি।
বক্স অফিসে ধুরন্ধর (Dhurandhar) ঝড়
শীর্ষ ১০ এ দশ নম্বর স্থানে ছিল ‘অ্যানিম্যাল’। ভারতের সমস্ত সুপারহিট ছবিগুলিকে কার্যত বলে বলে গোল দিচ্ছে ধুরন্ধর। অবশ্য শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে ছবিটি। এবার বিশ্বব্যাপী বক্স অফিস সংগ্রহ দিয়ে ‘কান্তারা চ্যাপ্টার ১’কেও ছাপিয়ে গেল ধুরন্ধর।

কত কোটি আয় করেছে ছবিটি: বক্স অফিস রিপোর্ট বলছে, বিশ্বব্যাপী ধুরন্ধর এর আয় ৮৭২.২৫ কোটি টাকা। অন্যদিকে কান্তারা গোটা বিশ্বে আয় করেছিল ৮৫২ কোটি টাকা। কান্তারাকে টপকে ২০২৫ এর সর্বাধিক উপার্জনকারী ভারতীয় চলচ্চিত্র এখন ধুরন্ধর। ভারতীয় বক্স অফিসে রোজ লাফিয়ে বাড়ছে রণবীরের ছবির আয়।
আরও পড়ুন : পাল্টা চাপ তৈরির চেষ্টায় ইউনূসের কারসাজি! দিল্লির পর রাতারাতি আরও ২ ভিসা কেন্দ্র বন্ধ করল বাংলাদেশ
সর্বোচ্চ ১০ এর তালিকায় কারা: শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, সোমবার ধুরন্ধর (Dhurandhar) ছবির আয় ছিল ১৬ কোটি টাকা। প্রথম সোমবার ছবিটির আয় ছিল ২৩.৫ কোটি টাকা। আর দ্বিতীয় শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ৩০ কোটিতে। সেই অনুযায়ী, এখনও পর্যন্ত ৫৭১ কোটি টাকা আয় করেছে ধুরন্ধর। এই মুহূর্তে দেশের সর্বোচ্চ ১০ উপার্জনকারী ছবির তালিকায় রয়েছে কেজিএফ চ্যাপ্টার ২, কালকি ২৮৯৮ এডি, জওয়ান, কান্তারা চ্যাপ্টার ১, ছাওয়া, স্ত্রী ২ এবং ধুরন্ধর।
আরও পড়ুন : হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ, আটক ভারতীয় পড়ুয়াদের সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি
গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ধুরন্ধর। প্রথম থেকেই বক্স অফিসে কামাল দেখাচ্ছে ছবিটি। উপরন্তু ছুটির মরশুমে মুক্তি পাওয়ায় ভালোই দর্শক হচ্ছে ছবির। বছর শেষেও ধুরন্ধর এর ঝুলি ভরা থাকবে বলেই আশা করা যাচ্ছে।












