১০ টাকার প্রিন্ট থেকে লক্ষ টাকার কন্ডোম! বছর শেষে বিস্ময়কর অর্ডারের রিপোর্ট প্রকাশ অনলাইন পণ্য পরিষেবা সংস্থার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: অনলাইন (Online Shopping) পণ্য সরবরাহ পরিষেবা সংস্থা সুইগি-ইনস্টামার্টের বার্ষিক সমীক্ষায় উঠে এসেছে গ্রাহকদের কেনাকাটার কিছু চমকপ্রদ তথ্য। সর্বাধিক আলোচনার কেন্দ্রে রয়েছেন চেন্নাইয়ের এক গ্রাহক, যিনি এক বছর ধরে তাদের অ্যাপের মাধ্যমে ২২৮ বার জন্মনিয়ন্ত্রক পণ্য অর্ডার দিয়েছেন। এই অর্ডারের মোট মূল্য দাঁড়ায় এক লক্ষ ছয় হাজার টাকা, যা গড়ে প্রতি মাসে প্রায় ১৯টি অর্ডারের সমতুল্য। সংস্থার রিপোর্ট অনুযায়ী, প্রতি ১২৭টি অর্ডারের মধ্যে একটি অর্ডারে যৌন মিলন সংক্রান্ত পণ্য থাকে এবং গত সেপ্টেম্বর মাসে কন্ডোমের বিক্রি সর্বোচ্চ ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

সারা বছরের বিচিত্র অর্ডারের তালিকা প্রকাশ অনলাইন (Online Shopping) পণ্যপরিষেবা সংস্থার

শুধু কন্ডোমই নয়, অন্যান্য পণ্য কিনেও গ্রাহকরা রেকর্ড গড়েছেন। মুম্বইয়ের এক বাসিন্দা রেড বুল সুগার ফ্রি পানীয়ের পিছনে ব্যয় করেছেন ১৬.৩ লক্ষ টাকা। চেন্নাইয়েরই আরেক গ্রাহক তার পোষ্য প্রাণীর জন্য খাদ্য কিনেছেন দুই লক্ষ একচল্লিশ হাজার টাকা মূল্যে। এছাড়াও, বাণিজ্যনগরী মুম্বইয়ের এক বাসিন্দা অনলাইন অ্যাপ থেকে পনেরো লক্ষ টাকারও বেশি মূল্যের স্বর্ণমুদ্রা কিনে তাক লাগিয়ে দিয়েছেন, যা প্রমাণ করে দৈনন্দিন পণ্য থেকে শুরু করে বিলাসবহুল জিনিসও এখন অনলাইন দরজায় পৌঁছে যাচ্ছে।

আরও পড়ুন: পরকীয়ার জেরে ফের স্ত্রীর হাতে খুন স্বামী, গ্রাইন্ডারে টুকরো দেহ ফেলে দিল নালায়

সংস্থার রিপোর্টে গ্রাহকদের আচরণের আরও কিছু কৌতূহলোদ্দীপক দিক ফুটে উঠেছে। সবচেয়ে সস্তা অর্ডারের রেকর্ড গড়েছেন বেঙ্গালুরুর এক ব্যক্তি, যিনি মাত্র দশ টাকার একটি প্রিন্ট আউট নিতে অ্যাপটি ব্যবহার করেছিলেন। বিশেষ দিনগুলিতেও কেনাকাটার প্রবণতা লক্ষ্যনীয়; ভ্যালেন্টাইনস ডে-তে প্রতি মিনিটে গোলাপের অর্ডার সংখ্যা পৌঁছেছিল ৬৬৬-তে, যা বছরের সর্বোচ্চ রেকর্ড। পণ্য সরবরাহকারী কর্মীদের প্রতি কৃতজ্ঞতাও অনেক গ্রাহক উল্লেখযোগ্য টিপসের মাধ্যমে প্রকাশ করেছেন।

গ্রাহকদের উদারতার আরেক উদাহরণ হলো বেঙ্গালুরুর এক বাসিন্দা, যিনি সারাবছর ধরে ডেলিভারি কর্মীদের মোট ৬৮,৬০০ টাকা টিপস দিয়েছেন। এই তথ্যগুলি থেকে স্পষ্ট যে, অনলাইন পরিষেবা কেবল প্রয়োজন মেটানোর চেয়ে অনেক দূর এগিয়ে গেছে, ব্যক্তিগত অভ্যাস, উৎসব উদযাপন এবং এমনকি সামাজিক আচরণও এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে।

Online shopping companies published a list of unusual orders.

আরও পড়ুন:মাত্র ৬ লক্ষ টাকায় নিজের ঘর! অসহায়দের জন্য বড় সিদ্ধান্ত নবান্নের

সুইগি-ইনস্টামার্টের এই বার্ষিক সমীক্ষা ভারতের শহুরে জনগণের ক্রয়বৈচিত্র্য ও জীবনযাপনের এক সুস্পষ্ট ছবি তুলে ধরেছে। দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে স্বর্ণমুদ্রার মতো বিলাসিতার সামগ্রী, জন্মনিয়ন্ত্রক থেকে পোষ্যের খাবার—সবই এখন এক ক্লিকের দূরত্বে। গ্রাহকদের এই বিচিত্র ও কখনো কখনো চমকপ্রদ কেনাকাটার রেকর্ড অনলাইন খাতের দ্রুত বিবর্তন ও ব্যক্তিগত পছন্দের স্বাধীনতারই প্রতিফলন।