তিন দিনেই ছাপিয়ে গেলেন কোহলিকে, ভারত সফরে কত উপার্জন হল মেসির, জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই ভারত সফর সেরে গিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। তিন দিনের সফরে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিতর্কও কম হয়নি। কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলাকে কেন্দ্র করে গ্রেফতার হয়েছেন মেসির ভারত সফরের মূল আয়োজক শতদ্রু দত্ত। তাঁকে জেরায় চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে সিটের হাতে।

মেসির (Lionel Messi) ভারত সফর ঘিরে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

জেরায় নাকি শতদ্রু জানিয়েছেন, পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা একেবারেই পছন্দ হয়নি মেসির। তাই নির্দিষ্ট সময়ের আগেই বেরিয়ে গিয়েছেন যুবভারতী থেকে। একই সঙ্গে সামনে এসেছে এই ভারত সফরে ফুটবল তারকার উপার্জনের অঙ্কটাও। জেরাতেই নাকি এই আর্থিক দিকটি স্পষ্ট করেছেন শতদ্রু।

How much money did Lionel Messi earn in India tour

কত উপার্জন হল মেসির: সূত্রের খবর অনুযায়ী, জেরায় ভারত সফরের জন্য মোট ৮৯ কোটি টাকা দেওয়া হয়েছিল মেসিকে (Lionel Messi)। পাশাপাশি ভারত সরকারকে কর বাবদ দেওয়া হয়েছিল আরও ১১ কোটি। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকা খরচ হয়েছে মেসির ভারত সফরের জন্য। এর মধ্যে ৩০ শতাংশ স্পনসরদের থেকে এবং বাকি ৩০ শতাংশ টিকিট বিক্রি করে এসেছে বলে জানিয়েছেন শতদ্রু।

আরও পড়ুন : পরকীয়ার জেরে ফের স্ত্রীর হাতে খুন স্বামী, গ্রাইন্ডারে টুকরো দেহ ফেলে দিল নালায়

কোহলির থেকেও আয় বেশি: জানা যাচ্ছে, তিন দিনে মেসি যা রোজগার করেছেন তা নাকি বিরাট কোহলির একটা গোটা আইপিএল মরশুমের উপার্জনের থেকেও বেশি। সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে এক আইপিএল মরশুম থেকে ২১ কোটি টাকা উপার্জন করেন কোহলি। সেই হিসেব মতো, বিরাটের থেকে প্রায় চার কোটি বেশি আয় করেছেন লিওনেল।

আরও পড়ুন : অপ্রতিরোধ্য রণবীর, ‘অ্যানিম্যাল’ এর পর ‘কান্তারা’কে হারিয়ে 7 ‘ধুরন্ধর’এর

জানা গিয়েছে, শতদ্রু আরও নাকি বলেছেন, পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা এসব মোটেই পছন্দ করেননি মেসি। বিদেশ থেকে নিরাপত্তার দায়িত্বে যে আধিকারিকরা এসেছিলেন তাদের নাকি সেকথা জানিয়েছিলেন লিও। সূত্রের এও খবর, ভিড় নিয়ন্ত্রণের জন্য বারংবার ঘোষণা করেও কোনও লাভ হয়নি।