বাংলা হান্ট ডেস্কঃ দুদিন আগেই বাপ-ব্যাটা বলে আক্রমণ শানিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। এবার পাল্টা মা-ব্যাটা বলে ফিরিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দকুমারে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থন জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। নিয়োগ দুর্নীতি ইস্যু তুলে শুভেন্দু বলেন, ৫,৪০০ জনকে বাঁচানোর জন্য ২০ হাজার লোককে বলি দিয়েছেন মমতা।
ভরা সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘এত জ্বালা কেন জানেন? হাইকোর্ট বলেছিল, যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দেও। ৫,৪০০ অযোগ্য প্রার্থীদের বাঁচানোর জন্য ১৮ – ২০ লাখ করে টাকা তুলেছে। এই কয়েকজনকে বাঁচানোর জন্য ২০ হাজার যোগ্য লোককে বলি দিয়েছেন উনি। তবে পিসির এগুলো নিয়ে চিন্তা নেই।’
শুভেন্দুর কথায়, ‘মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের ১৭ নম্বর ক্লজে বলেছেন, অতিরিক্ত শূন্যপদ কারা করেছিল? তাদের খুঁজে বার করে তদন্তের স্বার্থে সিবিআই হেফাজতেও নিতে পারে। এই ৫,৪০০কে চাকরিতে বহাল রাখার জন্য ৫ মে ২০২২ ক্যাবিনেটে মিটিং হয়েছিল। যার নেতৃত্ব দিয়েছিলেন এই ঠগী পিসি।’
নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) সূত্র ধরে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘SSC তো ঝাঁকি হ্যায়। PSC, মিউনিসিপালিটি, ফায়ার ব্রিগেড বাকি হ্যায়। সবে তো বারোটা বাজে। এখনও সন্ধ্যায় হয়নি। এরপর এই পিসি আর ভাইপোকে কী করি দেখতে থাকুন’।
আরও পড়ুন: সাতসকালে খাস কলকাতায় নাখোদা মসজিদের কাছে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন
এরপরই মমতা-অভিষেককে মা-ব্যাটা বলে আক্রমণ করেন শুভেন্দু। বলেন, ‘আলালের ঘরের দুলালকে জেলে ঢোকাব বলছে, বাপ ব্যাটা ছিল না নন্দীগ্রামে। আরে মা – ব্যাটা কোথায় ছিলেন আপনি? ২০০১ এর পর আপনার ঝাঁপ বন্ধ করে দিয়েছিলেন বুদ্ধবাবু। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনও দিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। যদি মেদিনীপুর না থাকত। একবার হারিয়েছি ফের হারাব। তোমার আলালের দুলালকে জেলে ঢোকাব। আমি যা বলি ভেবে বলি, আর যেটা বলি করে দেখাই’।