পরমব্রতর ছেলের জন্মদিনে বিশেষ অতিথি মুখ্যমন্ত্রী, খুদেকে কী দিলেন উপহারে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দেখতে দেখতে ছয় মাস পূর্ণ হয়ে গেল পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চক্রবর্তীর একমাত্র পুত্র সন্তান নিষাদের। ১ লা জুন পুত্রের জন্ম দেন পিয়া। কিছুদিন আগেই ছেলের ছয় মাস পূরণ হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। ২২ ডিসেম্বর, সোমবার মহা ধুমধামে অন্নপ্রাশন পালিত হল খুদের। বিশেষ অতিথিদের তালিকায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

পরমব্রতর (Parambrata Chatterjee) আমন্ত্রণে এসেছিলেন মুখ্যমন্ত্রী

এদিন টালিগঞ্জ ক্লাবে আয়োজিত হয়েছিল নিষাদের অন্নপ্রাশন। উপস্থিত ছিলেন টলিপাড়ার তাবড় তারকারা। পিয়া পরমব্রতর আমন্ত্রণ রক্ষা করতে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক জগতের একাধিক ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছিলেন এদিন। ছোট্ট নিষাদকে কী উপহার দিলেন মুখ্যমন্ত্রী?

Mamata Banerjee went to parambrata son rice ceremony

কে কে ছিলেন অতিথি: ব্যস্ত শিডিউলের মাঝেও পরম-পিয়ার অনুষ্ঠান রক্ষা করতে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বাংলার একটি বিশেষ উপহার নিষাদকে দিয়েছেন মমতা। এদিন গোলাপি পোশাকে সেজেছিলেন পরমব্রত (Parambrata Chatterjee) এবং পিয়া। আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন মুনমুন সেন, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, কোয়েল মল্লিক, আবির চট্টোপাধ্যায়, দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, রাইমা সেন থেকে জয়া আহসানরাও।

আরও পড়ুন : তিন দিনেই ছাপিয়ে গেলেন কোহলিকে, ভারত সফরে কত উপার্জন হল মেসির, জানেন?

কী ছিল মেনু: অন্যদিকে রাজনৈতিক জগৎ থেকে শতরূপ ঘোষ, পার্থ ভৌমিক অরূপ বিশ্বাসের মতো ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। মেনুও ছিল বাঙালিয়ানায় মোড়া। ভাত, মুগ ডাল, পোলাও, ফুলকপির রোস্ট, দই মাছ, মটন, নকুরের মিষ্টি, সন্দেশ, চমচম নিয়ে ছিল এলাহি আয়োজন।

আরও পড়ুন : হরগোবিন্দ ও চন্দন দাস খুনের ঘটনায় ১৩ জনকে যাবজ্জীবন, রাজ্যকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আদালতের

২০২৬ এর জন্য ছেলেকে নিয়ে অনেক প্ল্যানিং রয়েছে বলে জানিয়েছিলেন পিয়া। ছেলেকে খেতে শেখানো, বসতে শেখানো, হামা দিতে শেখানো, পা ফেলে হাঁটতে শেখানো সবটাই তাঁর প্ল্যানিংয়ে রয়েছে বলে জানান পিয়া।