বড়দিনে রেলের বড় ঘোষণা! যাত্রী স্বস্তিতে এক সপ্তাহে চলবে ২৪৪টি অতিরিক্ত ট্রেন, হাতি বাঁচাতে বাতিল ৬টি মেমু

Published on:

Published on:

Indian Railways take a two-pronged approach during christmas
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে নেওয়া হল বড়দিন থেকে শুরু করে ইংরেজি নতুন বছর উপলক্ষে এক নতুন পদক্ষেপ। এই এক সপ্তাহের ‘ফেস্টিভ সিজ়ন’এ গোটা দেশে ২৪৪টি স্পেশ্যাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে ভারতীয় রেল। কারণ বছরের এই সময়টা আসলে বেড়ানোর সময় বলেই মনে করা হয়। এছাড়াও এই সময় বহু মানুষ নানান জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। তাই ভ্রমন পিপাসুদের কথা রেখেই রেলের এমন সিদ্ধান্ত। তবে এই উৎসবের সিজ়ন দক্ষিণ–পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনে চক্রধরপুর–ঝাড়সুগুদা সেকশনে অন্তত ৬টি মেমু ট্রেন বাতিল করতে হয়েছে। কারণ, রেল ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সেকশনে ট্র্যাকের খুব কাছাকাছি এলাকায় একপাল হাতি এসে পড়ায় তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমনটা করা হয়েছে।

উৎসবে যাত্রীদের স্বস্তি ও হাতি বাঁচাতে রেলের কড়া সিদ্ধান্ত (Indian Railways)

বড় দিন ও নিউ ইয়ার উপলক্ষে রেলের কর্তারা জানিয়েছেন দেশের সব ক’টি রেলওয়ে জ়োন মিলিয়ে যে ২৪৪টি বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে (Indian Railways)। যার মধ্যে সবচেয়ে বেশি ট্রেন চলবে সেন্ট্রাল রেলওয়েতে। অর্থাৎ এই জ়োনে ৭৬টি অতিরিক্ত ট্রেন চালানো হবে।বছরের এই সময়টায় গোয়া বেড়াতে যাওয়ার জন্য ভ্রমণপিপাসুদের চাহিদা তুঙ্গে থাকে। তাই সে কথা মাথায় রেখে ওয়েস্টার্ন রেলওয়ে ৭২টি স্পেশ্যাল ট্রেন চালাবে।

Indian Railways take a two-pronged approach during christmas

আরও পড়ুন: লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই! বাড়িতে বসেই ভোটার কার্ড ট্রান্সফার, ফর্ম ৮ কীভাবে জমা দেবেন?

এ ছাড়াও সাউথ সেন্ট্রাল রেলওয়েতে ২৬টি ,সাউথ ইস্ট সেন্ট্রাল রেলে ২৪টি, নর্দার্ন রেলে আটটি, নর্থ–ওয়েস্টার্ন রেলে৬ টি, উত্তর–পূর্ব সীমান্ত রেল ৪টি করে অতিরিক্ত ট্রেন চালাবে। আর এই উৎসবের মর্মে যে রোডগুলোতে জনপ্রিয়তা খুব বেশি, তার জন্যই এই রোডগুলোকে চিহ্নিত করেছে রেল কর্তৃপক্ষ।

উৎসবের এই মরশুমে যে রুটগুলোর জনপ্রিয়তা খুব বেশি, সেগুলোও চিহ্নিত করেছেন রেলের কর্তারা। এই বিষয়ে তারা জানাচ্ছেন চলতি বছর মুম্বইয়ের সিএসএমটি এবং লোকমান্য তিলক টার্মিনাস থেকে মারগাঁও, পুনে থেকে সাঙ্গানের এবং হাওড়া–দিল্লি রুটের টিকিটের চাহিদা খুবই বেশি।

তাছাড়া ভ্রমণপিপাসুদের বেড়ানোর পাশাপাশি রেল ট্রেনের ট্র্যাকে হাতিদের দুর্ঘটনায় পড়া ঠেকাতেও বিশেষ ভাবে উদ্যোগ নিয়েছে। দক্ষিণ–পূর্ব রেলে গত বছর মর্মান্তিক দুর্ঘটনায় একাধিক হাতির মৃত্যু হয়েছিল। কিছুদিন আগেই গুয়াহাটি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় আটটি হাতি মারা পড়েছে। যার কারণবশত বেশ কিছু মেমু ট্রেন বাতিল করা হয়েছে (Indian Railways)।