কলেজ পড়ুয়াকে জঙ্গলে অপহরণ করে গণধর্ষণ; ২০ বছরের সাজা দুই কলেজ পড়ুয়ার, ঘোষণা আদালতের

Published on:

Published on:

Siliguri court exemplary punishment for two college student sexual offenses
Follow

বাংলা হান্ট ডেস্ক: ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ২ পড়ুয়ার বিরুদ্ধে কুড়ি বছরের সাজা ঘোষণা করলো শিলিগুড়ি আদালত (Siliguri) মঙ্গলবার এই রায় শুনিয়েছে। এই সাজা শুনে স্বস্তির নিঃশেষ ফেলেছেন নির্যাতিতার পরিবার। পাশাপাশি আদালতের ভেতরে কেঁদে ফেলেছে ওই পরিবারের লোকজনেরা। সূত্রের খবর সাজাপ্রাপ্ত ওই দুই তরুণ কলেজের ছাত্র বলেই জানা গিয়েছে। অভিযুক্তদের নাম আলয় রায় ও বিশাল মহন্ত।

ছাত্রী নির্যাতনে ২০বছরের দীর্ঘ কারাদণ্ড ২ পড়ুয়ার নির্দেশ আদালতের (Siliguri)

আদালত সূত্রে জানা গিয়েছে ২০২৩ সালে মার্চ মাসে এই ধর্ষণের ঘটনাটি ঘটে শিলিগুড়ি (Siliguri) মাটিগাড়া এলাকায়। ঐদিন রাতে এক কলেজ ছাত্রীর টিউশন শেষে বাড়ি ফেরার পথে তাকে জোর করে দুজন জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। পাশাপাশি জানা যায় এই গণধর্ষণের কাণ্ডে অভিযুক্ত ওই ছাত্রীর দুই সহপাঠী।

Siliguri court exemplary punishment for two college student sexual offenses

আরও পড়ুন: বড়দিনে রেলের বড় ঘোষণা! যাত্রী স্বস্তিতে এক সপ্তাহে চলবে ২৪৪টি অতিরিক্ত ট্রেন, হাতি বাঁচাতে বাতিল ৬টি মেমু

এছাড়াও ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। পাশাপাশি কোন রকমের নির্যাতিতা বাড়ি ফিরে এই ঘটনার কথা পরিবারকে বললে। পরিবারের তরফ থেকে মাটিগাড়া থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। পাশাপাশি ওই নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করা হয়। একই সঙ্গে পুলিশ এই ঘটনার তদন্তে নেমে দুইজন অভিযুক্তকে গ্রেফতার করেন।

এই ঘটনা অভিযুক্তদের নাম আলয় রায় ও বিশাল মহন্ত। শিলিগুড়ি আদালতে এই ধর্ষণের মামলার শুনানি চলে। বিচারক পুলিশকে দ্রুত এই বিষয়ে চার্জশিট দেওয়ার জন্য নির্দেশ দেন। দ্রুত তদন্তকারীরা এই ঘটনার চার্জশিট পেশ করেন। পাশাপাশি শুরু হয় এই মামলার শুনানি। এবং এই ঘটনার ১১ জন সাক্ষী দেয়।

তথ্য ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযুক্ত ওই দুই ছাত্রকে দোষী বলে চিহ্নিত করেন। তাদেরকে কুড়ি বছরের সাজা শোনালেন শিলিগুড়ি (Siliguri) আদালত। এই বিষয়ে আইনজীবী পীযুষকান্তি ঘোষ জানান, কুড়ি বছরের সাজার পাশাপাশি, অভিযুক্ত ওই দুই ছাত্রদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই টাকা ছাত্রের পরিবারকে দিতে হবে। আর এই টাকা না দিলে আরো এক বছর করে জেলে থাকতে হবে অভিযুক্তদের। তবে এরকম ঘটনার খুব দ্রুত সাজা ঘোষণা করা হল।