বাংলা হান্ট ডেস্ক: আর একটা দিন তারপরই আসছে ২৫ ডিসেম্বর। এই ২৫ ডিসেম্বর কে কেন্দ্র করে সেজে উঠেছে শহর কলকাতা। তাই বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে এখন থেকে পাক স্টিট ও ময়দান চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন জনতা। বড়দিনে সেই ভিড় অনেকটাই বেশি হবে তা বলার অপেক্ষা রাখে না। তাই সেই কথা মাথায় রেখে যাত্রীদের সুরক্ষার জন্য বিশেষ পদক্ষেপ নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। জানা যায় এদিন পাক স্ট্রিট ও ময়দান স্টেশনের নির্দিষ্ট কয়েকটি গেট শুধুমাত্র প্রবেশ ও প্রস্থানের জন্য নির্ধারণ করা হয়েছে।
ক্রিসমাস ও নিউ ইয়ার উপলক্ষে মেট্রো সতর্ক, পার্ক স্ট্রিট ও ময়দানে গেট ভাগ (Kolkata Metro)
নিউ ইয়ার ও বড়দিন উপলক্ষে মঙ্গলবার কলকাতা মেট্রো (Kolkata Metro) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ তারিখ বৃহস্পতিবার পার্ক মেট্রো স্টেশনের এক নম্বর গেট (ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে), গেট নম্বর ২ ( ময়দান চত্বর), গেট নম্বর ৩ (বাজার কলকাতা আউলেটের কাছে) দিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন যাত্রীরা।

আরও পড়ুন: কলেজ পড়ুয়াকে জঙ্গলে অপহরণ করে গণধর্ষণ; ২০ বছরের সাজা দুই কলেজ পড়ুয়ার, ঘোষণা আদালতের
এছাড়াও গেট নম্বর ৫ (মেয়ো রোডের কাছে), গেট নম্বর ৬ (কিড স্ট্রিটের কাছে) দিয়ে মেট্রো স্টেশনের বাইরে বেরতে পারবেন যাত্রীরা। তবে এই দিন ৪ নম্বর গেটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো তরফ থেকে। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পাশাপাশি ময়দান স্টেশনেও যাত্রী সুরক্ষার জন্য একই পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
ময়দান স্টেশনের দুই ও তিন নম্বর গেট দিয়ে শুধুমাত্র যাত্রী প্রবেশ করা যাবে। এছাড়া এক নম্বর গেট দিয়ে মেট্রো বাইরে বেরোতে পারবেন যাত্রীরা। এই নিয়ম শুধুমাত্র ২৫ তারিখের জন্যই কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, বড়দিন ও বর্ষবরণ এর জন্য ইতিমধ্যে সেজে উঠেছে পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকা। এছাড়াও শীতের আমেজ মেখে যথারীতি উৎসবের মরশুমে মেতে উঠেছে শহর কলকাতা। তাই যাত্রীদের কথার মাথায় রেখে যাতে যাতায়াত ব্যবস্থা সহজ ও নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)।












