SVMCM স্কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিস প্রকাশ, লেটেস্ট আপডেট জানুন

Published on:

Published on:

Aikyashree SVMCM Scholarship Latest Update 2025-26 Important Dates & Instructions
Follow

বাংলা হান্ট ডেস্কঃ স্কলারশিপ নিয়ে অপেক্ষায় থাকা হাজার হাজার পড়ুয়ার জন্য এল বড় আপডেট। ঐক্যশ্রী ও স্বামী বিবেকানন্দ (Aikyashree SVMCM) স্কলারশিপ নিয়ে কোন আবেদন চলছে, কোনটা কবে পর্যন্ত করা যাবে এই সব বিষয় নিয়েই গুরুত্বপূর্ণ ঘোষণা করল সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। নিম্নে সব কিছু সহজ ভাষায় তুলে ধরা হল।

ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ (Aikyashree SVMCM) স্কলারশিপ এর গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ

ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স (Aikyashree SVMCM) স্কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে। সংখ্যালঘু উন্নয়ন দপ্তর ও WBMDFC-র তরফে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের SVMCM স্কলারশিপের শুধুমাত্র রিনিউয়াল আবেদন আবার চালু করা হয়েছে। এই রিনিউয়াল আবেদন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।

৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদনই করা যাবে

এছাড়া এই সময় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য Post Matric, TSP, MCM এবং SVMCM স্কলারশিপের Fresh ও Renewal, দু’ধরনের আবেদনই করা যাবে। ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত। অর্থাৎ নতুন ও পুরনো সব আবেদনকারীর কাছেই এখনও সময় রয়েছে আবেদন করার।

এছাড়াও জানানো হয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Aikyashree SVMCM) আসলে বিকাশ ভবনের একটি আলাদা স্কিম, যা অনেক সময় ঐক্যশ্রীর সঙ্গে গুলিয়ে ফেলেন পড়ুয়ারা। তাই আবেদন করার সময় অবশ্যই দেখে নিতে হবে আপনি কোন স্কিমে আবেদন করছেন এবং কোন পোর্টালে আবেদন করা হচ্ছে। এই স্কলারশিপে আবেদন করার সময় এখনও ৩-৪ মাস পর্যন্ত চলবে।

Aikyashree SVMCM Scholarship Latest Update 2025-26 Important Dates & Instructions

আরও পড়ুনঃ নতুন বছরে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, মেলার প্রস্তুতি দেখার পাশাপাশি করবেন একাধিক প্রকল্পের উদ্বোধন

প্রশাসনের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, যাঁরা Fresh বা Renewal, যে কোনও ধরনের স্কলারশিপের (Aikyashree SVMCM) জন্য যোগ্য, তাঁদের দেরি না করে দ্রুত আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সময়সীমা পেরিয়ে গেলে আর কোনও আবেদন গ্রহণ করা হবে না।