দল গঠনের ঘোষণার পরই চাপে হুমায়ুন! কী পদক্ষেপ নেওয়া হতে পারে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করার পরই সমস্যায় পড়তে পারেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর বর্তমান দলগত অবস্থান কী, তা জানতে তাঁকে ডেকে পাঠাতে পারেন বিধানসভার স্পিকার। এই নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হুমায়ুন (Humayun Kabir) কে ডেকে পাঠালেন স্পিকার

নতুন দল ঘোষণা করার পরেই বিধানসভার স্পিকারের নজরে এলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, হুমায়ুন কবীরকে ডেকে তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা হতে পারে। স্পিকার জানান, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৃণমূল কংগ্রেস আগেই হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে। সেই সংক্রান্ত কাগজপত্র ইতিমধ্যেই বিধানসভার কাছে জমা পড়েছে।

কিন্তু সোমবার মুর্শিদাবাদে জনসভা করে হুমায়ুন (Humayun Kabir) যে নতুন দল গঠনের ঘোষণা করেছেন, সে বিষয়ে বিধানসভাকে তিনি কিছু জানাননি। তাই তিনি এখন কোন দলে আছেন, তা স্পষ্ট করতেই তাঁকে তলব করা হতে পারে। স্পিকার আরও বলেন, যদি দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কোনও অভিযোগ জমা পড়ে, তা হলে সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।

সোমবার মুর্শিদাবাদে জনসভা করে হুমায়ুন কবীর (Humayun Kabir) তাঁর নতুন দলের আত্মপ্রকাশ ঘটান। সেই সভা থেকেই হলুদ, সবুজ ও সাদা রঙের দলীয় পতাকা প্রকাশ করা হয়। একই সঙ্গে দলের ইস্তেহারও প্রকাশ করেন তিনি। কিছু বিধানসভা আসনে দলের প্রার্থীদের নামও ঘোষণা করেন হুমায়ুন। সেই সভা থেকেই হুমায়ুন কবীর দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর যে সরকারই গড়ুক না কেন, তাঁর দলকে বাদ দিয়ে সরকার গঠন সম্ভব হবে না।

Humayun Kabir Under Speaker Scanner After New Party Launch

আরও পড়ুনঃ নতুন বছরে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, মেলার প্রস্তুতি দেখার পাশাপাশি করবেন একাধিক প্রকল্পের উদ্বোধন

এর আগেই তিনি বলেছিলেন, রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে ২০২৬ সালের নির্বাচনে মোট ১৩৫টি আসনে প্রার্থী দেবেন তিনি। তাঁর দাবি, অন্তত ৯০টি আসনে জিতে তাঁর দল রাজনীতিতে ‘কিংমেকার’ হয়ে উঠবে। এই সব ঘোষণার মধ্যেই এ বার বিধানসভার স্পিকারের সম্ভাব্য পদক্ষেপ ঘিরে হুমায়ুন কবীরের (Humayun Kabir) উপর চাপ আরও বাড়ল।