বাংলা হান্ট ডেস্কঃ দার্জিলিং বেড়াতে গেলে গ্লেনারিজ একটা আলাদা আকর্ষণ। সামনে দাঁড়িয়ে ছবি তোলা থেকে শুরু করে ব্রেকফাস্ট বা বারে বসে সময় কাটানো, সব মিলিয়ে পর্যটকদের কাছে এই জায়গার গুরুত্ব আলাদাই। সেই গ্লেনারিজের বার বন্ধ হয়ে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছিল কর্তৃপক্ষ। তবে বড়দিনের আগেই মিলল স্বস্তির খবর। গ্লেনারিজ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
কী নির্দেশ দিল আদালত (Calcutta High Court)?
বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ওঠে গ্লেনারিজ বারের লাইসেন্স সংক্রান্ত মামলা। সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, আজ বুধবার বিকেল ৫টা থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত গ্লেনারিজের বার চালু রাখা যাবে। তবে এই সময়ের মধ্যেই, আগামী ৫ জানুয়ারি ফের মামলাটি শুনানির জন্য সার্কিট বেঞ্চে উঠবে।
কেন বন্ধ হয়েছিল গ্লেনারিজের বার?
আবগারি বিধি না মানার অভিযোগে গত ৪ ডিসেম্বর গ্লেনারিজ বারের লাইসেন্স সাসপেন্ড করে আবগারি দপ্তর। এরপর ৮ ডিসেম্বর বারটি সিল করে দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয় বার কর্তৃপক্ষ।
পুলিশের অভিযোগ কী ছিল?
পুলিশের দাবি ছিল, আবগারি আইন অমান্য করার কারণেই গ্লেনারিজের বার বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল, আপাতত তিন মাস বার বন্ধ থাকবে। পুলিশের আরও অভিযোগ, গ্লেনারিজে নিয়মিত যে গানের আসর বসে, তার জন্যও কোনও অনুমতি নেওয়া ছিল না। কিন্তু এই সমস্ত অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন গ্লেনারিজের মালিক অজয় এডওয়ার্ড। তাঁর বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কুয়াশায় বিপর্যস্ত হাওড়া-শিয়ালদা রেল চলাচল, কোন ট্রেন কতক্ষণ লেট চলছে? দেখে নিন তালিকা
আদালতে কী জানানো হয়েছে?
মামলার শুনানির পর বার কর্তৃপক্ষের আইনজীবী এশা আচার্য জানান, আদালত (Calcutta High Court) ১২ জানুয়ারি পর্যন্ত গ্লেনারিজের বার চালু রাখার নির্দেশ দিয়েছে। ফলে বড়দিন ও নতুন বছরের পর্যটন মরসুমে আপাতত স্বস্তি পেল গ্লেনারিজ কর্তৃপক্ষ।












