বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর শুরুর আগেই খাদ্যাভাসে পরিবর্তনের যুক্তি দেখিয়ে কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে এক বড়োসড় বদল আসতে চলেছে। যেখানে আগামী ১ জানুয়ারি থেকে রেশনের বরাদ্দ এই পরিবর্তনগুলো কার্যকর হবে। এই নতুন ব্যবস্থাই চালের পরিমাণ কমিয়ে সমপরিমাণ আটা দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Ration Card)। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জঙ্গলমহলসহ অন্যান্য গ্রাহকদের জন্য অতিরিক্ত চালের ব্যবস্থা আগের মতই থাকছে।
সরকারি রেশনে বড় সিদ্ধান্ত! কোন কার্ডে কত খাদ্য মিলবে জানুন (Ration Card)
এই বিষয়ে বীরভূমের অতিরিক্ত জেলাশাসক বুলবুল পাখি জানান, বছরে শুরুতে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের জন্য এই নতুন পরিবর্তনটি আনা হচ্ছে। যার কারণবশত জেলার সমস্ত রেশন ডিলারকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া নতুন বরাদ্দে চাল কমিয়ে সমপরিমাণ আটা দেওয়া হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে (Ration Card))।

আরও পড়ুন: রান্নায় অতিরিক্ত হলুদে তিতা ভাব? সহজ ঘরোয়া উপায়ে কী ভাবে ঠিক করবেন জানুন
যদিও রাজ্যে বর্তমানে চার ধরনের গ্রাহকদের জন্য চার রকমের রেশন বরাদ্দ রয়েছে। যেখানে অন্ত্যোদয় অন্ন যোজনা অর্থাৎ (AAY) কার্ডধারীরা এতদিন পরিবার পিছু মাসে ২১ কেজি চাল ও ৯৫০ গ্রাম ওজনের ১৪ প্যাকেট আটা পেতেন। সেখানে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৬ সালের শুরু থেকে চালের পরিমাণ কমিয়ে ১৫ কেজি করা হচ্ছে এবং আটার পরিমাণ বাড়িয়ে ২০ প্যাকেট করা হচ্ছে।
অপরদিকে ভাত খেতে অভ্যস্ত বেশিরভাগ বাঙ্গালীদের কাছে এই পরিবর্তনের ফলে বহু মানুষের অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া রাজ্য সরকার এএওয়াই কার্ডধারীদের জন্য প্রতি মাসে পরিবার পিছু এক কেজি চিনি ১৩.৫০ টাকা ধরে দেওয়ার সিদ্ধান্ত বজায় রেখেছে এখনো। পাশাপাশি পরিবারে তিন জনের বেশি সদস্য থাকলে অতিরিক্ত প্রয়োজনের জন্য মাসে ১১ কেজি পর্যন্ত বিনামূল্যে চাল দেওয়া হবে।
এছাড়া, এএওয়াই এর পাশাপাশি পিএইচ এইচ গ্রাহকেরা কেন্দ্রীয় প্রকল্পে অনুযায়ী দু কেজি চাল ও তিন প্যাকেট আটা বিনামূল্যে পাবেন। যেখানে রাজ্যের তরফে কার্ড পিছু অতিরিক্ত ৬ কেজি চাল দেওয়া হবে। তবে রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনার আরকেএসওয়াই ১ ও ২ কোন পরিবর্তন হচ্ছে না (Ration Card)।












