বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে সংগঠন আরও মজবুত করতে রাজ্যের বিভিন্ন জায়গায় রদবদলের পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সেই প্রস্তুতির অংশ হিসেবেই ভরতপুরে বাড়তি নজর দিচ্ছে শাসকদল। ভরতপুরের দুই ব্লকের সংগঠনে একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি রানাঘাটেও সংগঠনে বদল করা হয়েছে।
ভোটের আগে সাংগঠনিক স্তরে রদবদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)
ভোটের আগে সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিশেষ করে ভরতপুরে বাড়তি গুরুত্ব দিয়ে দুইটি ব্লকের সংগঠনে একাধিক পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ভরতপুরের দুই ব্লকেই মূল সংগঠন, যুব, মহিলা এবং শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি ও সহ-সভাপতিদের বদল করা হয়েছে।
বুধবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) একটি পোস্টে জানিয়েছে, ভরতপুর ১ নম্বর ব্লকের মূল সংগঠনের নতুন সভাপতি হয়েছেন নজরুল ইসলাম। একই সঙ্গে ভাইস-প্রেসিডেন্ট পদেও পরিবর্তন করা হয়েছে। এই দায়িত্ব পেয়েছেন প্রিয়ব্রত ঘোষ। যুব সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মহম্মদ রানাকে এবং সহ-সভাপতি হয়েছেন তুহিন ঘোষ। মহিলা সংগঠনের নতুন সভাপতি হয়েছেন নাজমা সুলতানা। শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতির দায়িত্ব পেয়েছেন আবদুল বারি।
শুধু ভরতপুর ১ নম্বর ব্লক নয়, ভরতপুর ২ নম্বর ব্লকেও বড় পরিবর্তন করা হয়েছে। এই ব্লকের মূল সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মুসতাফিজুর রহমান ওরফে সুমন। যুব সংগঠনের সভাপতি হয়েছেন কাজী নাজির হোসেন। মহিলা সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সহিবালোহার মাজিকে। আইএনটিটিইউসির নতুন সভাপতি করা হয়েছে রাজু চৌধুরীকে।

আরও পড়ুনঃ ভোটার তালিকায় ‘মৃত’! SIR-এর পর রেশন ও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আতঙ্কে বাঁকুড়ার প্রৌঢ়া
ভরতপুরের পাশাপাশি রানাঘাটেও সংগঠনে রদবদল করা হয়েছে। রানাঘাট ২ নম্বর ব্লকের মূল সংগঠনের নতুন সভাপতি হয়েছেন সুবীর ধর। একই সঙ্গে রানাঘাট সাংগঠনিক জেলা কমিটিতেও পরিবর্তন আনা হয়েছে। জেলা কমিটির নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রূপঙ্কর বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে ভোটের আগে সংগঠনকে আরও চাঙ্গা করতে ভরতপুর ও রানাঘাটে একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব বসাল তৃণমূল (Trinamool Congress)।












