SSC-তে ‘যোগ্য’ কারা? লিখিত অর্ডারে স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, এল বড় নির্দেশ

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) ২০১৬ ‘আন-টেন্টেড’ শিক্ষকদের নিয়ে সম্প্রতি বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ মতো ৩১ ডিসেম্বরের মধ্যে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না, তাই আরও কিছুটা সময় চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই আবেদনেই সারা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

এসএসসিতে সুপ্রিম কোর্টের বড় অর্ডার | SSC

জানিয়ে রাখি, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের সময়সীমা সম্প্রতি বাড়িয়েছে সর্বোচ্চ আদালত। পাশাপাশি রয়েছে শর্তও। আদালতের নির্দেশ, ২০১৬ সালের প্যানেলে থাকা সহকারী শিক্ষক যারা বৈধভাবে এবং স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছিলেন, তাদের এখনই চাকরি হারাতে হচ্ছে না। ৩১ ডিসেম্বর বদলের ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট তরফে।

আবেদন ছিল, ৩১ অগাস্ট ২০২৬ অথবা নতুন নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সম্ভাব্য যোগ্যদের চাকরি মেয়াদ বাড়ানো হোক। এবার সুপ্রিম নির্দেশে আগামী বছরের ৩১ আগস্ট পর্যন্ত বেতন -সহ চাকরি করতে পারবেন নবম-দশম এবং একাদশ-দ্বাদশের ‘আন-টেন্টেড’ শিক্ষকরা।

সুপ্রিম রায়ে যারা যোগ্য শিক্ষক তারা আরও প্রায় আট মাস অতিরিক্ত সময় পেলেন। তবে এখানে বলে রাখা ভালো আদালত চাকরির মেয়াদ বাড়ালেও, এর সাথে একটি বিশেষ শর্ত বা ‘ক্লজ’ জুড়ে দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে এই সময়সীমা অনির্দিষ্টকালের জন্য নয়। নির্দেশ অনুযায়ী, নিচের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটবে ততদিন পর্যন্তই পুরনো চাকরির মেয়াদ।

আদালত জানিয়েছে যদি ৩১শে আগস্ট ২০২৬ সালের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হয়, তবুও তার পর শিক্ষকদের চাকরি থাকবে না। ৩১ আগস্ট পর্যন্তই শিক্ষকরা চাকরিতে বহাল থাকবেন। আর যদি নতুন নিয়োগ প্রক্রিয়া ৩১শে আগস্ট ২০২৬-এর আগেই সম্পন্ন হয়ে যায় এবং নতুন শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়, তবে সেই দিনই পুরনোদের চাকরির শেষ দিন হবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথমবার সুপ্রিম কোর্ট তার লিখিত অর্ডারে স্পষ্টভাবে “Untainted Teachers” শব্দটি ব্যবহার করেছে। এই শব্দচয়নের অর্থ হল, সর্বোচ্চ আদালত স্বীকার করে নিল, যে সকল শিক্ষকরা ৩১শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কর্মরত, এবং যাদের নিয়োগে কোনো দুর্নীতির নেই, তারা আইনত বৈধ। তাঁদের যোগ্য বলে উল্লেখ করল সুপ্রিম কোর্ট। যা যোগ্য প্রার্থীদের জন্য বিরাট নৈতিক এবং আইনি জয় বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

ssc(12)

উল্লেখ্য, গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়ে আদালত বলেছিল ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একইসঙ্গে ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবে বলে জানায় সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় বদলে যাবে পুরো চিত্র! রাত পোহালেই আবহাওয়ার নতুন ‘গেম’, আগাম আপডেট

সুপ্রিম নির্দেশ ছিল, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা বেতনও পাবেন। তবে আদালতের সর্বশেষ নির্দেশে সেই সময়সীমা বাড়ল। ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত বেতন -সহ চাকরি করতে পারবেন নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষকরা।