বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে শেয়ার বাজারে (Share Market) টিসিআই ফাইন্যান্স লিমিটেডের স্টক রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই কোম্পানির শেয়ারের দাম গত সাত দিন ঊর্ধ্বমুখী। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত ৭ দিনে এই সংস্থার স্টক প্রায় ১০১ শতাংশ রিটার্ন দিয়েছে। আজ অর্থাৎ বুধবারও স্টকে ৪.৯৯ শতাংশের বৃদ্ধি ঘটেছে।
শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলেছে এই স্টক:
বুধবার BSE-তে শেয়ারটি ২২.৫২ টাকায় বন্ধ হয়েছে। কোম্পানির স্টকটির প্রাইস ব্যান্ড ৫ টাকা। যার ফলে সর্বোচ্চ ৪.৯৯ শতাংশ বৃদ্ধির পর আরও বৃদ্ধির ক্ষেত্রে রেগুলেটারিভাবে নিয়ন্ত্রণ করা হয়। এদিকে, আপার সার্কিটে অবস্থান সাধারণত শক্তিশালী চাহিদা এবং ইতিবাচক মনোভাবের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এই স্টকের আপার সার্কিট লিমিট আগে ২০ শতাংশ ছিল। তারপর ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এখন, এটি ৫ শতাংশ।

বিস্তারিত: বাণিজ্যিক তথ্য অনুসারে, বুধবার প্রায় ৪১,৯০৯ টি স্টক লেনদেন হয়েছিল। যার মোট লেনদেনের পরিমাণ প্রায় ০.০৯৪ কোটি টাকা। একটি মাইক্রো-ক্যাপ কোম্পানি হওয়া সত্ত্বেও, এক্ষেত্রে ডিমান্ড সাপ্লাইকে ছাড়িয়ে গিয়েছে। যার ফলে স্টকটি আপার সার্কিটে স্থির হয়ে যায়। সেক্টরের ক্ষেত্রেই টিসিআই ফাইন্যান্স ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছে। যেদিন NBFC সেক্টর প্রায় ০.৮৯ শতাংশ লাভ করেছিল, সেদিন TCI ফাইন্যান্সের শেয়ার ৪.৩ শতাংশ বৃদ্ধি পায়। এদিকে, সেনসেক্স মাত্র ০.১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা স্টকটির শক্তি আরও স্পষ্ট করে তুলেছে।
আরও পড়ুন: শ্রমিকদের চেয়েও কম বেতন! পাকিস্তানের মহিলা ক্রিকেটাররা পান নামমাত্র ম্যাচ ফি, শোচনীয় অবস্থা PCB-র
৭ দিনে দ্বিগুণ রিটার্ন: গত কয়েকদিন ধরে টিসিআই ফাইন্যান্স ধারাবাহিকভাবে আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত ৭ টি ট্রেডিং সেশনে এই স্টক ১০০ শতাংশেরও বেশি বা প্রায় ১০৪.৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কারিগরি দৃষ্টিকোণ থেকে, স্টকটি তার ৫-দিন, ২০-দিন, ৫০-দিন, ১০০-দিন এবং ২০০-দিনের মুভিং এভারেজের ওপরে ট্রেড করছে। যা একটি শক্তিশালী বুলিশ ট্রেন্ডের নির্দেশ করে। যদিও, ডেলিভারি ভলিউম কিছুটা হ্রাস পেয়েছে। যা ইঙ্গিত দেয় যে, শর্ট টার্ম ট্রেডিং বর্তমানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের চেয়ে বাজারে প্রাধান্য বিস্তার করতে পারে।
আরও পড়ুন: ৮৪ বলে ১৯০ রান! বছরের শেষে দুর্ধর্ষ বিশ্বরেকর্ড গড়লেন অপ্রতিরোধ্য বৈভব সূর্যবংশী
কোম্পানির ব্যবসা: জানিয়ে রাখি যে, টিসিআই ফাইন্যান্স হল NBFC সেক্টর পরিচালিত একটি মাইক্রো-ক্যাপ কোম্পানি। যার মার্কেট ক্যাপ প্রায় ২৭ কোটি টাকা। এই ধরণের স্টকগুলি সাধারণত উচ্চ উত্থান-পতন পরিলক্ষিত করে। যার ফলে বিনিয়োগকারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। তবে, টিসিআই ফাইন্যান্স বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। এদিকে, বাজার বিশেষজ্ঞরা মনে করেন যে এত তীব্র উত্থানের পরে, বিনিয়োগকারীদের কোম্পানির মৌলিক বিষয়গুলি এবং সেক্টরের অবস্থা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












