বিজয় হাজারে ট্রফিতে ঝড় তুললেন দুই কিংবদন্তি! রোহিত-কোহলির দুর্ধর্ষ সেঞ্চুরিতে উচ্ছ্বসিত অনুরাগীরা

Published on:

Published on:

Virat Kohli-Rohit Sharma scored a brilliant century.
Follow

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ বিরতির পর বিজয় হাজারে ট্রফিতে নিজেদের ঘরোয়া দলের হয়ে প্রত্যাবর্তন করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি (Virat Kohli-Rohit Sharma)। দিল্লির হয়ে খেলছেন বিরাট কোহলি। অপরদিকে, মুম্বাইয়ের হয়ে ফিরেছেন রোহিত শর্মা। এমতাবস্থায়, ২৪ ডিসেম্বর, এই দুই খেলোয়াড়ের দল এই টুর্নামেন্টে ভিন্ন ভিন্ন ম্যাচে খেলছিল। যেখানে দুই কিংবদন্তিই তাঁদের নিজ নিজ ম্যাচে দুর্ধর্ষ সেঞ্চুরি করেছেন।

রোহিত-কোহলির (Virat Kohli-Rohit Sharma) দুর্ধর্ষ সেঞ্চুরি:

বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরি: ভারতের তারকা খেলোয়াড় বিরাট কোহলি আবারও প্রমাণ করেছেন যে কেন তাঁকে বিশ্বের সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়। বিজয় হাজারে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে খেলার সময়ে কোহলি মাঠের চারপাশে দুর্দান্ত শট খেলেন এবং একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন।

Virat Kohli-Rohit Sharma scored a brilliant century.

তাঁর ইনিংসটি কেবল দলকে একটি বড় স্কোর ছুঁতে সাহায্য করেনি, বরং আসন্ন টুর্নামেন্টের আগে তাঁর ফর্মকেও আরও দৃঢ় করেছে। কোহলির ব্যাটিংয়ে সেই পুরনো ধৈর্য এবং আগ্রাসনই প্রতিপক্ষের বোলারদের সম্পূর্ণ অসহায় করে তুলেছিল। কোহলির এই ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল তাঁর স্ট্রাইক রেট এবং বাউন্ডারি মারার ক্ষমতা। তিনি ১২৫ রানের দুর্ধর্ষ স্ট্রাইক রেটে অন্ধ্রপ্রদেশের বোলিং আক্রমণকে ভেঙে দেন।

আরও পড়ুন: Jio-Airtel নাকি Vi? ISRO-র পাঠানো Bluebird Block-2 Satellite-এর মাধ্যমে কোন গ্রাহকেরা হবেন লাভবান?

রোহিত শর্মাও দুর্দান্ত খেলেছেন: অন্যদিকে, রোহিত শর্মাও বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। সিকিমের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তিনি। দীর্ঘ৭ বছর পর ঘরোয়া টুর্নামেন্টে প্রত্যাবর্তন করা রোহিত মাত্র ৬২ বলে তাঁর সেঞ্চুরি পূর্ণ করেন। রোহিত তাঁর ইনিংসে ৮ টি চার এবং ৮ টি ছক্কা মারেন। তিনি ১৬১-র বেশি স্ট্রাইক রেট বজায় রেখে। এটি ছিল লিস্ট এ ক্রিকেটে রোহিতের ৩৭ তম সেঞ্চুরি।

আরও পড়ুন: ফার্মা সেক্টরে বাজিমাত চিনের! করে দেখাল এমন খেল… ভারতেও কমতে পারে ওষুধের দাম

৭ বছর পর অসাধারণ প্রত্যাবর্তন: জানিয়ে রাখি যে, রোহিত শর্মা ৭ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরেছেন। সিকিমের বিরুদ্ধে ৬২ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। রোহিত শর্মা শেষবার বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন ২০১৮ সালের অক্টোবরে। জানিয়ে রাখি যে, লিস্ট এ ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি করা ব্যাটারফের তালিকায় তিনি ষষ্ঠ স্থানে রয়েছেন। রোহিতের সামনে এই তালিকায় সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, গ্রাহাম গুচ, গ্রেইম হিক এবং কুমার সাঙ্গাকারা রয়েছেন।