নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের! তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার খারিজ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদন। ইডির গ্রেফতারির বিরোধীতা করে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়। পাল্টা জামিনের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত মঙ্গলবার এই মামলার শুনানি শেষে রায়দায় স্থগিত রেখেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে এদিন পার্থের আবেদন খারিজ করে দিল আদালত (Calcutta High Court)।

২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেলে। জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে ইডি। গ্রেফতার করা হয় অর্পিতাকেও।

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআইও। ইতিমধ্যেই দুই এজেন্সির করা মামলার বিরুদ্ধে একাধিকবার জামিণের আবেদন করেন পার্থ। তবে কোনো ক্ষেত্রেই সুরাহা হয়নি। এদিন ফের একবার উচ্চ আদালতে খারিজ হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি।

এর আগে গত মঙ্গলবার এই মামলার শুনানিতে পার্থকে হেফাজতে রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। ইডির উদ্দেশে বিচারপতি ঘোষ প্রশ্ন করে বলেছিলেন, ‘‘নিয়োগ দুর্নীতির তদন্ত এখন আর প্রাথমিক পর্যায়ে নেই। পার্থকে এখনও হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে?’’

partha ed hc

আরও পড়ুন: ভুয়ো ওয়েবসাইট বানিয়ে নিয়োগ, চাকরি হয় ফেল করেও! প্রাইমারি TET নিয়ে এবার কড়া নির্দেশ হাইকোর্টের

ইডি আদালতে জানিয়েছিল, সম্প্রতি এক ‘মিডল ম্যান’-এর কাছ থেকে আরও কিছু সম্পত্তির হদিস মিলেছে। সেসব এখনও তদন্তের আওতায় আসেনি। তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। এরপর শুনানি শেষের রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি। তবে এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, ‘তদন্ত যে পর্যায়ে রয়েছে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা সম্ভব নয়।’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর