দীপু দাসের পর বাংলাদেশে গণপিটুনিতে আরও এক হিন্দু যুবকের মৃত্যু! কী জানাল পুলিশ?

Published on:

Published on:

Another Hindu youth died in Bangladesh.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে ভয়াবহ হিংসাত্মক ঘটনার আরেকটি নিদর্শন সামনে এসেছে। দীপু চন্দ্র দাসের পর এবার উত্তেজিত জনতা অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামের এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করেছে। অমৃতের বয়স ২৯ বছর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলায়। ইতিমধ্যেই পাংশা মডেল থানা এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে যে, স্থানীয় বাসিন্দারা অমৃত মণ্ডলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনে। যা পরবর্তীতে জনতার হিংসাত্মক আকার ধারণ করে।

বাংলাদেশে (Bangladesh) ফের গণপিটুনিতে হিন্দু যুবকের মৃত্যু:

পুলিশ রেকর্ডে অমৃত মণ্ডলের নাম ‘সম্রাট বাহিনী’ নামক একটি স্থানীয় গ্যাংয়ের নেতা হিসেবে তালিকাভুক্ত রয়েছে। এদিকে, গত মঙ্গলবার, চট্টগ্রামের কাছে রাউজান এলাকায় একটি হিন্দু পরিবারের বাড়িতে আগুন লাগানো হয়। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল রাউজান এলাকায় ৫ দিনের মধ্যে ৭ টি হিন্দু পরিবারের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

Another Hindu youth died in Bangladesh.
অমৃত মণ্ডল

গত সপ্তাহেও ঘটে হত্যাকাণ্ড: জানিয়ে রাখি যে, গত সপ্তাহে, ময়মনসিংহ শহরে একদল উত্তেজিত জনতা ২৮ বছর বয়সী হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে ধর্মীয় অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করে। এই ঘটনা দেশব্যাপী বিক্ষোভের সূত্রপাত করে। এমনকি, ভারতও এই ঘটনার তীব্র নিন্দা জানায়। এমতাবস্থায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে সরকার মৃতের স্ত্রী, নাবালক সন্তান এবং বাবা-মায়ের দায়িত্ব নেবে। পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: দাম ৫ কোটি! IPL ২০২৬-এর আগেই গ্রেফতার হবেন RCB-র এই তারকা প্লেয়ার? মিলল আপডেট

হিংসাত্মক ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮৪ জন: জানিয়ে রাখি যে, পরপর হিংসাত্মক ঘটনা বাংলাদেশে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেই সন্ধ্যায়, উত্তেজিত জনতা ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন: নেই কোনও ক্রিকেটারের নাম! অর্জুন পুরস্কারের জন্য মনোনীত ৩ বঙ্গকন্যা, খেলরত্ন পাচ্ছেন কে?

এমনকি, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এবং উদীচী শিল্পী গোষ্ঠীর অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এমতাবস্থায়, ইউনূসের কার্যালয় একটি বিবৃতি জারি করে বলেছে যে, অভিযোগ বা গুজবের অজুহাতে হিংসার্থক ঘটনা কখনোই মেনে নেওয়া যাবে না।এদিকে, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে যে, ২০২৫ সালে এখনও পর্যন্ত বাংলাদেশে হিংসাত্মক ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮৪ জন।