বাংলা হান্ট ডেস্কঃ দুই কেলেঙ্কারির মামলায় জেলবন্দি রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick)। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে নিজের বাড়ি থেকে ইডির গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওদিকে গত বছর পুজোর পর পরই রেশন দুর্নীতি মামলায় সেই ইডির হাতেই গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালু। বর্তমানে দুজনারই ঠিকানা আলিপুরের প্রেসিডেন্সি জেল (Presidency Jail)।
কলকাতায় এপ্রিল মাসে রীতিমতো তাণ্ডব চালিয়েছে তাপমাত্রা। মে মাসের প্রথম দিনেও ৪১ ডিগ্রি পার। এখন কৌতূহল হয়, এই তপ্ত গরমে এসি ছাড়া জেলের চার দেয়ালের ভেতর কেমন আছে পার্থ, বালু? এমনিতেই প্রেসিডেন্সি জেলের দেওয়াল বেশ মোটা। তাই তাপ থেকে কিছুটা প্রটেকশন তো রয়েইছে। তবে জেল সূত্রে খবর দুই হেভিওয়েটের কেউই ভালো নেই মোটেও।
জেল সূত্রে জানা গিয়েছে, গরমে দুই প্রাক্তন মন্ত্রীরই কাহিল দশা। পার্থ চট্টোপাধ্যায়ের জেলের ঘানি টানতে টানতে বেশ কিছুটা ওজন ঝড়লেও গরমে নাকি হাঁসফাঁস দশা। ওদিকে জ্যোতিপ্ৰিয় অসুস্থ। ডায়বেটিস সহ একাধিক রোগে জর্জরিত বালুর চেহারা এখন তিন ভাগের এক ভাগে দাঁড়িয়েছে। দিন কয়েক আগেও জেলের ভেতরেই অসুস্থ হয়ে পড়েছিলেন বালু।
প্রেসিডেন্সি জেল সূত্রেই খবর, গরম থেকে কিছুটা স্বস্তি দিতে পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক দুজনারই সেলের গরাদের বাইরে দুটো পেডেস্টাল ফ্যান লাগানো হয়েছে। যেহেতু সেলের কোনও ফ্যান লাগানোরই নিয়ম নেই তাই এই ব্যবস্থা। প্রাক্তন মন্ত্রী হওয়ার বাড়তি কিছুটা সুবিধা তারা পাচ্ছেনই। এই যেমন তাদের নিজেদের খাওয়ার জল নিজেদের ভরে আনতে হয় না। প্রতিদিন সকালে আলাদা আলাদা করে ২০ লিটারের জারে জল ভরে তাদের সেলে দিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: ED-র ডাকে সাড়া দেননি! এবার CBI স্ক্যানারে শাহজাহানের ভাই, চরম পদক্ষেপ কেন্দ্রীয় এজেন্সির!
আবার শোনা গিয়েছে দুই মন্ত্রীই নাকি মাঝে মধ্যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জেল হাসপাতালে ছুটে যান। সেখানে ফ্যানের ব্যবস্থাও রয়েছে। তবে সেই হাসপাতালে টানা সেখানে থাকার ব্যবস্থা নেই। তাই সাময়িক স্বস্তি মিললেও আরামের বালাই নেই। প্রসঙ্গত, গতকালই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ হয়েছে উচ্চ আদালতে।