শেষমেশ কাটল জট! তৈরি হল ৬ মিটার লম্বা ক্রস প্যাসেজ, অভিনব উদ্যোগ এবার বউবাজার মেট্রোয়

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে বেশ কিছুটা স্বস্তির হাওয়া কলকাতার মেট্রোর (Kolkata Metro) কর্তৃপক্ষের কাছে। সফল ভাবে ক্রস প্যাসেজ তৈরি শেষ হল বউবাজার এলাকার  কাছে হিন্দ সিনেমার সামনে। এই ক্রস প্যাসেজ বউবাজার এলাকায় তৈরি করতে গিয়ে দেখা যায় বিপত্তি। ফাটল দেখা দেয় একাধিক বাড়িতে। তাই কীভাবে হিন্দ সিনেমার সামনে ক্রস প্যাসেজ তৈরি করা হবে তা নিয়ে ছিল সংশয়।

মাটির নিচে আড়াআড়ি ভাবে মেট্রোর (Metro Railway) দুটি টানেলকে সংযোগ করে যে টানেল তৈরি হয় তাকেই বলা হয় ক্রস প্যাসেজ। একটি টানেলে হঠাৎ কোনো বিপদ হলে যাত্রীরা যাতে অন্য টানেলে এই প্যাসেজ দিয়ে চলে যেতে পারেন সেই উদ্দেশ্যেই তৈরি করা হয় এগুলি। হিন্দ সিনেমার সামনে এই কাজ শুরু হয় গত ২২ শে এপ্রিল। জানা গেছে মঙ্গলবার এই কাজ সম্পূর্ণভাবে শেষ করা গেছে।

আরোও পড়ুন : গরমের ছুটিতে জনারণ্য দার্জিলিংয়ে! ‘ঝোপ বুঝে কোপ’ গাড়ি চালকদের, এতটা বাড়ল ভাড়া

মেট্রো কর্তৃপক্ষ ৬ মিটার লম্বা এই ক্রস প্যাসেজ তৈরি করেছে। ক্রস প্যাসেজ তৈরির সময় আশঙ্কা ছিল এবারও হয়ত জল বের হতে পারে মাটির নিচ দিয়ে। বউবাজারের খুব কাছে এই জায়গাটি হওয়ায় সাত দিনের জন্য সতর্কতামূলক ভাবে ওয়ান এ, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার বাড়ির বাসিন্দা, দোকান এবং অফিস বন্ধ রাখতে বলা হয়। কাজ শেষ হয়ে যাওয়ার পর বাসিন্দারা ফিরে এসেছেন বাড়িতে।

আরোও পড়ুন : বাড়ায় থ্রম্বসিসের ঝুঁকি! কোভিশিল্ড হয়ে উঠতে পারে মারণ ফাঁদ, জানেন এই রোগের উপসর্গ কী কী?

ধীরে ধীরে খুলতে শুরু করেছে দোকান ও অফিস। দোকানের মালিকরা জানিয়েছেন এই কাজের জন্য তাদের দোকানের কোনও ক্ষতি হয়নি।অপরদিকে, নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে রয়েছে পাঁচটি স্টেশন। স্টেশনগুলি হল কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি। রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে এর আগে পরিদর্শন করা হয় কাজ।

kolkata metro purple line 0 1200

তবে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের পক্ষ থেকে পাওয়া যায়নি নো অবজেকশন সার্টিফিকেট। কাজ পরিদর্শনের পর CCRS খানিকটা অসন্তুষ্ট ছিল এবং বলেছিল পোর্টাল পিয়ারগুলি সম্পূর্ণ করার জন্য মেট্রোপলিটন ক্রসিংয়ের জন্য একটি ট্রাফিক ব্লক চাইতে। মেট্রোপলিটন পর্যন্ত করিডোরের ৪.০৩ কিমি অংশ কভার করছে ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুন সেনগুপ্ত এবং বেলিয়াঘাটা (মেট্রোপলিটন) এই চারটি স্টেশনকে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর