বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের উত্তাল পরিস্থিতির বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে এপার বাংলার বহু মানুষকে। আমজনতা থেকে তারকারাও মুখ খুলেছেন বাংলাদেশে সংখ্যালঘু হত্যার প্রতিবাদে। এবার ইউনূস সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেল অভিনেত্রী জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor)। হিন্দু যুবক খুনে সরাসরি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরব হলেন তিনি।
বাংলাদেশ কাণ্ডের বিরুদ্ধে মুখ খুললেন জাহ্নবী (Janhvi Kapoor)
বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের মৃত্যু প্রসঙ্গে সে দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, এই হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা। তার প্রেক্ষিতেই এবার মুখ খুললেন জাহ্নবী। তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, বাংলাদেশে যা ঘটছে সেটা হল বর্বরতা! দীপু দাসের হত্যাকাণ্ড কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গণপিটুনি দিয়ে কী অমানবিক ভাবে তাঁকে খুন করা হয়েছে, সেটা না জানলে পড়ুন, ভিডিও দেখুন এবং প্রশ্ন করুন।

কী বললেন অভিনেত্রী: তিনি আরও কটাক্ষ করেন, এসব ঘটনা দেখার পরেও যদি বোধোদয় না হয়, তবে কিছু বুঝে ওঠার আগেই ভণ্ডামির জন্য ধ্বংস হবে সবকিছু।
আরও পড়ুন : শিক্ষক নিয়োগে নতুন মোড়, SSC-র পর এবার প্রাথমিক নিয়েও তোড়জোড়, কবে থেকে ইন্টারভিউ?
কটাক্ষ জাহ্নবীর: সন্ত্রাস নিয়ে তীব্র ঘৃণা উগরে দিয়ে জাহ্নবী (Janhvi Kapoor) বলেন, ‘আমাদের ভাইবোনদের পুড়িয়ে মারছে ওরা। গোটা বিশ্বকে যখন এহেন সন্ত্রাস গ্রাস করবে, তখন কিন্তু কেঁদেও কুল পাওয়া যাবে না। তাই পৃথিবীর বুক থেকে মানবতামুছে যাওয়ার আগেই যেকোনো রকম সন্ত্রাসকে গুঁড়িয়ে দিন’।
আরও পড়ুন : তনুশ্রীর নতুন সংসার, জর্জিয়াতে ক্রিসমাস উদযাপনের ভিডিও শেয়ার অভিনেত্রীর
বাংলাদেশের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে। প্রতিবাদে সরব হতে দেখা গামছাকেও। এর আগে ভার্চুয়াল প্রতিবাদে গর্জে উঠেছিলেন পবন কল্যাণ, মুনাওয়ার ফারুকি, কাজল আগরওয়ালরা।












