SSC-র বড় ঘোষণা! নবম থেকে দ্বাদশ শিক্ষক নিয়োগে চূড়ান্ত ডেডলাইন প্রকাশ, কবে কী দেখুন একনজরে

Published on:

Published on:

SSC SLST Recruitment Timeline Filed in Supreme Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে অবশেষে স্পষ্ট বার্তা দিল স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টে একটি বিস্তারিত হলফনামা জমা দিয়ে SSC জানিয়ে দিল, কবে প্রকাশ হবে মেরিট লিস্ট, কবে হবে কাউন্সেলিং এবং কত দিনের মধ্যে শেষ হবে পুরো এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া। নবম-দশম ও একাদশ-দ্বাদশ, দুই স্তরের শিক্ষক নিয়োগের জন্যই নির্দিষ্ট সময়সীমা তুলে ধরা হয়েছে এই হলফনামায় (SSC SLST Recruitment)।

সুপ্রিম কোর্টে SSC-র গুরুত্বপূর্ণ হলফনামা

স্কুল সার্ভিস কমিশন (SSC) সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় জানিয়েছে, এসএলএসটি (SLST) শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে (SSC SLST Recruitment)। ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ, কাউন্সেলিং এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, প্রতিটি ধাপের দিনক্ষণ স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। কমিশনের দাবি, ২০২৬ সালের প্রথম কয়েক মাসের মধ্যেই নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

হলফনামা অনুযায়ী, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ তুলনামূলকভাবে দ্রুত শেষ করা হবে।
কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী বলা হয়েছ একাদশ-দ্বাদশ শ্রেণির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে ৭ই জানুয়ারি, ২০২৬। এর ঠিক এক সপ্তাহ পরে, ১৫ই জানুয়ারি, ২০২৬ থেকে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। ফলে বছরের শুরুতেই এই স্তরের চাকরিপ্রার্থীরা নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত অবস্থান জানতে পারবেন।

নবম-দশম শ্রেণির নিয়োগে কী সময়সীমা

নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের (SSC SLST Recruitment) ক্ষেত্রেও নির্দিষ্ট দিনক্ষণ জানিয়েছে SSC। তবে এখানে আগে ডকুমেন্ট ভেরিফিকেশনের ধাপ থাকছে। কমিশনের হলফনামা অনুযায়ী জানানো হয়েছে –

  • ২৬শে ডিসেম্বর, ২০২৫ থেকে শুরু হবে নবম-দশম শ্রেণির ডকুমেন্ট ভেরিফিকেশন।
  • সমস্ত প্রক্রিয়া শেষ করে ২৪শে মার্চ, ২০২৬ তারিখে প্রকাশ হবে ফাইনাল মেরিট লিস্ট।
  • এরপর ৩০শে মার্চ, ২০২৬ থেকে শুরু হবে কাউন্সেলিং।

কর্মরত ‘আনটেন্টেড’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ল

নতুন নিয়োগের পাশাপাশি বর্তমানে কর্মরত শিক্ষকদের বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যাঁরা ‘Untainted’ বা যোগ্য শিক্ষক হিসেবে চিহ্নিত, তাঁদের চাকরির মেয়াদ আরও ৮ মাস বাড়ানো হয়েছে। এই বর্ধিত সময়কাল হবে – ১লা জানুয়ারি, ২০২৬ থেকে ৩১শে আগস্ট, ২০২৬ পর্যন্ত।

SSC

আরও পড়ুনঃ পুরসভার কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় বড় সিদ্ধান্তের পথে মেয়র পরিষদ

হলফনামায় স্পষ্ট জানানো হয়েছে, এই সময়ের মধ্যে যদি SSC নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলে, তাহলে নতুন শিক্ষক যোগদানের সঙ্গেই কর্মরত শিক্ষকদের বর্ধিত মেয়াদ শেষ হয়ে যাবে। আর যদি কোনও কারণে নিয়োগে দেরি হয়, তাহলে তাঁরা ৩১শে আগস্ট, ২০২৬ পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন। SSC-র এই হলফনামা রাজ্যের হাজার হাজার শিক্ষক চাকরিপ্রার্থীর কাছে নতুন আশার আলো দেখিয়েছে। নির্দিষ্ট সময়সীমা মেনে যদি এই নিয়োগ প্রক্রিয়া (SSC SLST Recruitment) সম্পন্ন হয়, তাহলে দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।