প্রথম TRP-তেই ছক্কা হাঁকাল পল্লবী-বিশ্বরূপের মেগা, প্রথম স্থান কি খোয়ালো ‘পরিণীতা’?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ঘুরে দাঁড়াচ্ছে জি বাংলা। চলতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় বড়সড় বদল। নতুন পুরনো মিলিয়ে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে পরিবর্তন হয়েছে। নতুন কিছু সিরিয়ালের নম্বর প্রথম থেকেই রয়েছে শীর্ষে। তবে জি বাংলার নতুন কিছু ধারাবাহিক মোড় ঘুরিয়ে দিয়েছে টিআরপির।

টিআরপি (TRP) তালিকায় বিরাট রদবদল

এ সপ্তাহের টিআরপি (TRP) তালিকাতেও জি বাংলার বেশ কিছু সিরিয়ালের নম্বর আবারও বেড়েছে লক্ষণীয় ভাবে। গত সপ্তাহের পর আবারও চড়া টিআরপি নিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে পরিণীতা। এ সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে ধারাবাহিকটি। ৭.১ নম্বর পেয়েছে পরিণীতা। একই নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে পরশুরাম।

Trp list of December last zee bangla star jalsha

নম্বর কমল একগুচ্ছ সিরিয়ালের: গত কয়েক সপ্তাহ একটানা প্রথম স্থানে থেকেছে ‘পরশুরাম’। গত সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকলেও এ সপ্তাহে আবার নম্বর বেড়েছে সিরিয়ালটির। দ্বিতীয় স্থানে ৭.০ নম্বর নিয়ে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। এরপরেই তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার একেবারে নতুন সিরিয়াল ‘তারে ধরি ধরি মনে করি’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৮। চতুর্থ স্থানে রয়েছে ‘বিদ্যা ব্যানার্জি’ এবং ‘ও মোর দরদিয়া’। দুই সিরিয়ালেরই (TRP) প্রাপ্ত নম্বর ৬.৭।

কে কোন স্থানে রয়েছে: পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার আরেক জনপ্রিয় সিরিয়াল ‘লক্ষ্মী ঝাঁপি’। এই সপ্তাহে এই সিরিয়ালের (TRP) প্রাপ্ত নম্বর ৬.০। এরপরেই ছয় নম্বরে রয়েছে ‘আমাদের দাদামণি’, ‘চিরসখা’ এবং ‘জোয়ার ভাঁটা’। তিন সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৮।

আরও পড়ুন : ‘…কেঁদেও কুল পাবেন না’, বাংলাদেশ বর্বরতার বিরুদ্ধে সোচ্চার জাহ্নবী

বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

প্রথম- পরিণীতা, পরশুরাম (৭.১)

দ্বিতীয়- রাঙামতি তীরন্দাজ (৭.০)

তৃতীয়- তারে ধরি ধরি মনে করি (৬.৮)

চতুর্থ- বিদ্যা ব্যানার্জি, ও মোর দরদিয়া (৬.৭)

পঞ্চম- লক্ষ্মী ঝাঁপি (৬.০)

ষষ্ঠ- আমাদের দাদামণি, চিরসখা, জোয়ার ভাঁটা (৫.৮)

সপ্তম- বেশ করেছি প্রেম করেছি (৫.৭)

অষ্টম- চিরদিনই তুমি যে আমার (৫.৬)

নবম- কম্পাস (৫.৪)

দশম- তুই আমার হিরো (৪.৭)

আরও পড়ুন : আগাম জামিন নিতে হাজির সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী! বিচারকের রসিকতা, ‘আপনি রাম থেকে আবার বাম হলেন কবে?’

এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়েছে।