বদলে গেল ছুটির ক্যালেন্ডার! প্রাথমিক স্কুলে গরমের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের

Published on:

Published on:

Summer Vacation in Primary School Shorter Break in 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছর গরমের ছুটিতে বড় বদল আনল শিক্ষা দপ্তর (Summer Vacation)। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি এবার অনেকটাই কমানো হয়েছে। ২০২৬ সালের নতুন ছুটির তালিকা অনুযায়ী, গরমের সময় পড়ুয়াদের জন্য মাত্র ৬ দিনের ছুটি রাখা হয়েছে। শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শিক্ষক ও অভিভাবক মহলে শুরু হয়েছে আলোচনা।

শিশুদের গরমের ছুটি মাত্র ৬ দিন (Summer Vacation)

সম্প্রতি শিক্ষা দপ্তর নতুন বছরের ছুটির তালিকা প্রকাশ করেছে। ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করায় দেখা গেছে, প্রাথমিক স্তরের শিশুদের গরমের ছুটি মাত্র ৬ দিন, ১১ থেকে ১৬ মে অব্দি রাখা হয়েছে (Summer Vacation)। আগের বছরের মতো দীর্ঘ সময় ছুটি থাকছে না। আগে বিদ্যালয়গুলোর সাধারণ ক্যালেন্ডারের মধ্যে গরমের ছুটি বেশি থাকত, কিন্তু এবার তা অনেক কমানো হয়েছে।

উল্লেখ্য, শিক্ষা দপ্তরের সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে অনেক সময় পরিকল্পনার বাইরে গিয়ে স্কুল বন্ধ রাখতে হয়েছে। কখনও কখনও দীর্ঘ সময়ের জন্য ক্লাস বন্ধ থাকায় শিক্ষাবর্ষের পঠনপাঠনে সমস্যা তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার ছুটির ক্যালেন্ডারে বদল আনা হয়েছে।

নতুন ছুটির তালিকায় (Summer Vacation) শুধু গরমের ছুটিই নয়, সারা বছরের মোট ছুটির সংখ্যাও কমানো হয়েছে। আগে যেখানে বছরে প্রায় ৮০ দিনের মতো ছুটি থাকত, এবার তা কিছুটা কমেছে। তবে গ্রীষ্মের ছুটি কমলেও দুর্গাপুজো ও অন্যান্য বড় উৎসবের ছুটি আগের মতোই বহাল থাকছে। প্রাথমিক স্কুলগুলিতে পুজোর সময় টানা প্রায় ২৫ দিনের ছুটি নির্ধারিত রয়েছে।

Summer Vacation in Primary School Shorter Break in 2026

আরও পড়ুনঃ শীতে পিঠের স্বাদে বদল! চাল নয়, সুজি দিয়ে বানান নরম দুধ-চিতই পিঠে, জানুন রেসিপি

গরমের ছুটি কমানোর (Summer Vacation) এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, এতে পড়াশোনার ধারাবাহিকতা বজায় থাকবে। আবার অনেক অভিভাবক ও শিক্ষকই উদ্বেগ প্রকাশ করছেন, তীব্র গরমের সময় অল্প ছুটি পড়ুয়াদের জন্য কতটা সহায়ক হবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।