‘চিকেনস নেক’-এর দিকে তাকালেই মিলবে যোগ্য জবাব! ভারতের পদক্ষেপে চমকে গেল বাংলাদেশ

Published on:

Published on:

ollowing threats on the Siliguri Corridor, India gave a fitting response.
Follow

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের কিছু মহল থেকে সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ২২ কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোর (Siliguri Corridor) বা ‘চিকেনস নেক’ নিয়ে উত্তপ্ত বক্তব্য উঠতেই, এবার ভারত তার কৌশলগত ও সামরিক প্রস্তুতির মাধ্যমে স্পষ্ট ও শক্ত জবাব দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের এই জীবনরেখার নিরাপত্তা জোরদার করতে নজিরবিহীন সামরিক মোতায়েন সম্পন্ন করেছে ভারত, যা ওইসব বক্তব্যকে কার্যত অর্থহীন করে দিয়েছে।

শিলিগুড়ি করিডর (Siliguri Corridor) নিয়ে বাংলাদেশের হুমকির পরই যোগ্য জবাব দিল ভারত:

এই অঞ্চলটিকে এখন একটি পূর্ণাঙ্গ সামরিক দুর্গে পরিণত করা হয়েছে। বামনি, কিষাণগঞ্জ ও চোপড়ায় তিনটি গুরুত্বপৃত সেনা দুর্গ গড়ে তোলা হয়েছে এবং সুকনাতে টি-৯০ ট্যাঙ্কসহ ত্রিশক্তি কোর মোতায়েন রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো, ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং রাশিয়ার অত্যাধুনিক এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখানে স্থাপন করা হয়েছে। হাসিমারা এয়ারবেসে রাফাল ও মিগ যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে দ্রুত আকাশপথে সাড়া দেওয়ার জন্য।

আরও পড়ুন:বদলে গেল ছুটির ক্যালেন্ডার! প্রাথমিক স্কুলে গরমের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের

বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পাকিস্তানি সামরিক মহলের সঙ্গে যোগাযোগ এবং চিনের সাথে বাড়ন্ত ঘনিষ্ঠতাই ভারতকে এই ব্যাপক প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করেছে। এছাড়াও, লালমণিরহাটে চিনা বায়ুসেনা ঘাঁটির সম্ভাবনা এবং তিস্তা নদীর জল বণ্টন নিয়ে চলমান টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করেছে, যার প্রত্যক্ষ প্রভাব এই করিডোরের নিরাপত্তা চিন্তায় পড়েছে।

আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে বহুস্তরীয় ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এস-৪০০ সিস্টেম ছাড়াও রাশিয়ার সারফেস-টু-এয়ার মিসাইল, ইজরায়েলি মিডিয়াম রেঞ্জ মিসাইল এবং ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থার তৈরি ‘আকাশ’ মিসাইল করিডোর সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। এছাড়া, ‘অশনি প্লাটুন’ নামে একটি অত্যাধুনিক ড্রোন ইউনিট এবং কামিকাজে ড্রোনও সীমান্ত রক্ষায় যুক্ত করা হয়েছে, যার ফলে ৩৬০ ডিগ্রি নজরদারি ও প্রতিক্রিয়া সম্ভব।

Following threats on the Siliguri Corridor, India gave a fitting response.

আরও পড়ুন: সেনাবাহিনীর সর্বেসর্বা হয়েও রাতে ঘুমোতে যান বুলেটপ্রুফ জ্যাকেট পরে! কোন আতঙ্কে ভুগছেন আসিম মুনির?

সামগ্রিকভাবে, ভারতের বার্তা স্পষ্ট: শিলিগুড়ি করিডোর ভারতের অখণ্ডতা ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটিকে সুরক্ষিত রাখতে দেশ যেকোনো প্রয়োজনীয় বিনিয়োগ ও সামরিক প্রস্তুতি নিতে সম্পূর্ণ প্রস্তুত। উত্তপ্ত বক্তব্যের জবাব দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রায় ৮,১৬০ কোটি টাকা ব্যয়ে এই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাকে অত্যাধুনিক ও দুর্ভেদ্য করে তোলা হয়েছে, যা যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় ভারতের সক্ষমতার একটি সুস্পষ্ট প্রদর্শন।