বাংলাহান্ট ডেস্ক : আজ ২৬ ডিসেম্বর থেকে বাড়ল ট্রেনের টিকিটের দাম। ভারতীয় রেলওয়ে (Indian Railways) কিছুদিন আগেই বিবৃতি দিয়ে জানিয়েছিল ভাড়া বাড়ানো হচ্ছে দূরপাল্লার ট্রেনের টিকিটের। আজ শুক্রবার থেকেই কার্যকর হয়েছে বর্ধিত ভাড়া। একই সঙ্গে রেলের তরফে জানানো হয়েছে, ২৬ ডিসেম্বরের আগে যারা টিকিট বুক করেছেন তাদের ক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না। যাত্রার দিন যদি বর্ধিত ভাড়া কার্যকর হওয়ার দিনের পরেও হয়, তাহলেও অতিরিক্ত টাকা দিতে হবে না।
আজ থেকে কার্যকর হচ্ছে রেলের (Indian Railways) বর্ধিত ভাড়া
রেলের তরফে জানানো হয়েছে, বর্ধিত ভাড়া শুধুমাত্র আজ এবং এরপরে কাটা টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। রেলের ঘোষণা অনুযায়ী, জেনারেল, মেল বা এক্সপ্রেস ট্রেন এবং এসি শ্রেণির টিকিটের দাম বাড়বে। এর ফলে মূলত দীর্ঘ দূরত্বের যাত্রীদের উপর ভাড়া বৃদ্ধির প্রভাব পড়বে।

কত অতিরিক্ত দিতে হবে: রেলের বিবৃতি অনুযায়ী, ২১৫ কিমির মধ্যে জেনারেল কোচে যারা সফর করবেন, তাদেরও বর্ধিত ভাড়া দেওয়ার প্রয়োজন নেই। তবে ২১৫ কিমির পর থেকে প্রতি ১ কিমির জন্য ভাড়া বাড়বে ১ পয়সা করে। মেইল এবং এক্সপ্রেস ট্রেনে এসি এবং নন এসি ক্লাসে প্রতি দুই কিমিতে ভাড়া বাড়ছে দুই পয়সা করে। যারা ৫০০ কিমির বেশি দূরত্বে সফর করবেন, তাদের জন্য নন এসি কামরার ক্ষেত্রে ১০ টাকা করে বাড়ানো হয়েছে ভাড়া।
আরও পড়ুন : আগাম জামিন নিতে হাজির সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী! বিচারকের রসিকতা, ‘আপনি রাম থেকে আবার বাম হলেন কবে?’
খরচ বেড়েছে রেলের: রেলের (Indian Railways) তরফে জানানো হয়েছে, পরিচালন এবং রক্ষণাবেক্ষণ খরচ সামলাতে এই অতিরিক্ত আয় কাজে আসবে। বিগত এক দশকে অনেকটাই সম্প্রসারিত হয়েছে রেলের নেটওয়ার্ক। যাত্রীদের জন্য বাড়ানো হয়েছে পরিষেবা। সেই সঙ্গে বেড়েছে কর্মী সংখ্যাও। রেল সূত্রে খবর, বর্তমানে রেলকর্মীদের জন্য ১ লক্ষ ১৫ হাজার টাকা খরচ হয়। পেনশনের জন্য খরচ হয় ৬০ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতীয় রেলের মোট খরচের পরিমাণ ১ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা।
আরও পড়ুন : প্রথম TRP-তেই ছক্কা হাঁকাল পল্লবী-বিশ্বরূপের মেগা, প্রথম স্থান কি খোয়ালো ‘পরিণীতা’?
মালবাহী পরিবহনের দিকেও জোর দেওয়া হচ্ছে অতিরিক্ত খরচ সামাল দিতে। রেলের তরফে বলা হয়েছে, এর ফলে পরিষেবা দক্ষতা এবং নিরাপত্তা উন্নত হয়েছে। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মালবাহী রেলব্যবস্থা ভারতের।












