সবে ট্রেলার! আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে শীতের ফুল ‘অ্যাকশন’, আবহাওয়ার আগাম খবর

Published on:

Published on:

south bengal weather(157)
Follow

বাংলা হান্ট ডেস্ক: পাহাড় থেকে সমতল, জম্পেশ ঠান্ডা রাজ্যে।। উত্তুরে হাওয়ার দাপটে কাবু রাজ্যবাসী। সমানে শীত বাড়ছে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, আজ, ২৬ ডিসেম্বর মরশুমের শীতলতম দিন কলকাতায়। তাপমাত্রার পারদ নেমেছে ১২ ডিগ্রিতে। বছরের শেষ কয়েকদিনে আর কতটা বাড়বে ঠান্ডা? আবহাওয়ার খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আপাতত বজায় থাকবে শীতের কাঁপুনি। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের জেলাগুলিতে আরও ২-৩ ডিগ্রি পারদ পতন হবে এ সপ্তাহে। জাঁকিয়ে শীত থাকবে নিউইয়ারেও। আগামী কয়েকদিনে দিনে ধাপে ধাপে আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal Weather)। তবে নতুন সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা বলেই পূর্বাভাস।

পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যাওয়ায় রাজ্যে জাঁকিয়ে বসেছে ঠান্ডা। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। একাধিক জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। যার জেরে দৃশ্যমানতা অনেকখানি নেমে যেতে পারে। তবে সতর্কতা জারি নেই কোথাও। বেলা বাড়লো আকাশ পরিষ্কার হবে।

আপাতত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া মোটের উপরে শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে পরবর্তী ৫ দিন ১৩-১৪ ডিগ্রি বা তার কাছাকাছি থাকবে কলকাতার তাপমাত্রা। তবে তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি কম থাকবে।

south bengal weather(162)

আরও পড়ুন: বদলে গেল ছুটির ক্যালেন্ডার! প্রাথমিক স্কুলে গরমের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হাড়হিম করা ঠান্ডা। শীতল দিনের পরিস্থিতি তৈরি হচ্ছে। দার্জিলিং-সহ সংলগ্ন পার্বত্য এলাকাতেও যম ঠান্ডা। এদিকে সকাল থেকে রাত্রি পর্যন্ত কনকনে উত্তুরে হাওয়া আর ঘন কুয়াশার দাপট। ঘন কুয়াশার জেরে জারি রয়েছে সতর্কতা।শনি ও রবিবার আরও তাপমাত্রা নামার পূর্বাভাস। আরও দুই ডিগ্রি নামতে পারে একাধিক জেলায়। তারপর থেকে পরবর্তী ৪ দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা।