বাংলা হান্ট ডেস্ক : টি ২০ বিশ্বকাপে (T20 World Cup) বরারবই সেরার দৌঁড়ে নাম লিখিয়েছে ভারত। বিশ্বের বহু নামিদামি তারকা মনে করেন, আসন্ন টুর্নামেন্টেও সেরার ঘরে থাকবে ভারত। তবে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সেটা মনে করছেন না। তিনি মনে করেন, ফাইনাল অবধি পৌঁছানো তো দূর সেমিফাইনালের আগেই কেটে যাবে ভারতের তার।
যেদিন থেকে টি২০ বিশ্বকাপের খবর সামনে এসেছে সেদিন থেকেই শুরু হয়েছে তুমুল উন্মাদনা। ক্রিকেট বিশেষজ্ঞরা তো বটেই, সেই সাথে প্রাক্তন তারকারাও নিজেদের মতামত দিচ্ছেন। এই যেমন সদ্যই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন জানিয়েছেন, ‘আমার বিচারে ভারতীয় দল শেষ চারের দৌড়ে নেই।’ সেই সাথে সেরা চারটি দলের নামও জানিয়েছেন তিনি।
গত বুধবার এই বিষয়ে একটি পোস্ট করেছেন প্রাক্তন ক্রিকেটার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ভারত নয়, বরং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আয়োজক ওয়েস্ট ইন্ডিজ সেরার দৌঁড়ে নাম লেখাবে। স্বাভাবিকভাবেই ভনের এই ভবিষ্যদ্বাণীর পর শুরু হয়েছে চরম ট্রোলিং।
আরও পড়ুন:পর্ষদের সার্ভার ডাউন? মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে, নিমেষেই ডাউনলোড হবে মার্কশিট
আসলে এর আগেও ২০২৩ এর ওয়ান ডে বিশ্বকাপের সময় সেমিফাইনালের জন্য চারটি দলকে বেছে নিয়েছিলেন ভন। যার মধ্যে ইংল্যান্ড ছাড়াও ছিল ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। সেবারও অস্ট্রেলিয়াকে ধর্তব্যের মধ্যেই রাখেন নি তিনি। অথচ সেই অস্ট্রেলিয়াই কাপ জিতে নিয়ে গেছিল। যে কারণে অনেকেই ট্রোল করে লিখেছেন, ‘ভারতকে না রেখে আপনি ভালই করেছেন। কারণ আপনার কথা কোনওদিনই মেলে না!’