১৫ সদস্যের দলে কেন নাম নেই রিঙ্কু সিংয়ের? অবশেষে মুখ খুলে কারণ জানালেন আগরকর

বাংলা হান্ট ডেস্ক: ক্রমশ এগিয়ে আসছে ক্রিকেটের মেগা টুর্নামেন্ট T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। আমরা যদি ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে আজ থেকে ঠিক একমাস পর অর্থাৎ ২ জুন শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এমতাবস্থায়, এই টুর্নামেন্টকে মাথায় রেখে ইতিমধ্যেই হয়ে গিয়েছে দল ঘোষণা। BCCI-এর তরফে সামনে আনা হয়েছে পনেরো সদস্যের স্কোয়াড।

এদিকে, মুম্বাইয়ে BCCI-এর হেডকোয়ার্টারে সাংবাদিক সম্মেলন করলেন ভারতীয় অধিনায়ক রহিত শর্মা এবং নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকার। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দল ঘোষণার পরই সেখানে রিঙ্কু সিংয়ের নাম না থাকায় শুরু হয় জোর সমালোচনা। পাশাপাশি, উঠতে থাকে বিভিন্ন প্রশ্ন। এমতাবস্থায় এই বিষয়েও প্রতিক্রিয়া দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকার।

Why didn't Rinku get a chance in the T20 World Cup team? Ajit Agarkar told the reason.

জানিয়ে রাখি, রিঙ্কু সিং বিশ্বকাপের মূল টিমে না থাকলেও রিজার্ভ প্লেয়ারের তালিকায় রয়েছেন। আগরকার জানিয়েছেন, T20 বিশ্বকাপের মঞ্চে দলের অধিনায়ক রোহিত শর্মা চারজন স্পিনার নিতে চেয়েছিলেন। তাই, দলের বোলিং শক্তি বাড়াতে গিয়েই রিঙ্কুকে নেওয়ার সুযোগ ঘটেনি। ঠিক একই কারণে দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল। তবে, রিঙ্কুকে দলে নিতে না পারার বিষয়টি পরিপ্রেক্ষিতে অজিত আগরকার আরও জানান, “আমাদের খুব কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। যেখানে রিঙ্কুর কোনও হাত নেই। শুধুমাত্র দলের কম্বিনেশনের দিকে তাকিয়ে এটা করতে হয়েছে।”

আরও পড়ুন: IPL-এর মাঝেই চরম বিপাকে KKR! ফিল সল্টের আগেই দেশে ফিরলেন এই তারকা ব্যাটার

তিনি আরও জানান, “বাড়তি স্পিনার চেয়েছিল রোহিত। যাতে দু’জন রিস্ট স্পিনার থাকতে পারে। তবে, রিঙ্কুকে রিজার্ভে রাখা হয়েছে। যার ফলে ও কাছাকাছি থাকবে।” প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৩ সালের ১৮ অগাস্ট ডাবলিনে রিঙ্কু সিংয়ের আন্তর্জাতিক T20-তে অভিষেক ঘটে। যেখানে তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। এখনও পর্যন্ত ভারতের হয়ে রিঙ্কু সিং মোট ১৫ টি T20 ম্যাচ খেলেছেন। যেখানে ১১ টি ইনিংসে ৮৯ গড়ে এবং ১৭৬.২৩ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৩৫৬ রান। যেখানে তাঁর সর্বাধিক রান হল ৬৯* ।

আরও পড়ুন: ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আসছে চিনের “যম”! ড্রাগনকে শিক্ষা দিতে বিরাট পদক্ষেপ আমেরিকার

এমতাবস্থায়, T20 বিশ্বকাপের দল ঘোষণার পর রোহিত শর্মাকে পাশে নিয়ে নির্বাচক প্রধান অজিত আগরকার সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে রিঙ্কু সিংকে কেন দলে নেওয়া গেল না তার ব্যাখ্যা দিলেন। যেখানে প্রাধান্য পেল টিম কম্বিনেশনের বিষয়টি। তবে, দল ঘোষণার পরেই যেভাবে রিঙ্কুর দলে অন্তর্ভুক্তি না হওয়ার বিষয়ে সমালোচনার ঝড় উঠেছিল তাতে এই ব্যাখ্যাতে আদৌ রিঙ্কুর অনুরাগীরা সন্তুষ্ট হবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর