সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! জানুয়ারিতে ১৬ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখুন ছুটির তালিকা

Published on:

Published on:

Know the list of Bank Holidays in January 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের একদম অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে আমরা। আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে নতুন বছর অর্থাৎ ২০২৬ সাল। এদিকে, ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য ব্যাঙ্কের ছুটির তালিকা (Bank Holidays) প্রকাশ করেছে। RBI-এর প্রকাশিত তালিকা অনুসারে, আগামী জানুয়ারিতে ব্যাঙ্ক ১৬ দিন বন্ধ থাকবে। তবে, বিভিন্ন রাজ্যের পরিপ্রেক্ষিতে এই ছুটিগুলি থাকবে। এদিকে, এই ছুটির তালিকায় মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং ৪ টি রবিবার অন্তর্ভুক্ত রয়েছে। এমন পরিস্থিতিতে, গ্রাহকদের অবশ্যই ব্যাঙ্কের ছুটির তালিকাটি জেনে রাখা প্রয়োজন।

২০২৬-এর জানুয়ারি মাসে ব্যাঙ্কে ছুটির তালিকা (Bank Holidays):

জানিয়ে রাখি যে, ২০২৬-এর জানুয়ারি মাসে নববর্ষ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ জয়ন্তী, বিহু, মকর সংক্রান্তি, নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী, প্রজাতন্ত্র দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনগুলি রয়েছে। পাশাপাশি, কিছু উৎসবও সামিল রয়েছে। যার ফলে সরকারি ও বেসরকারি সেক্টরের ব্যাঙ্কগুলির শাখা বেশ কয়েক দিন বন্ধ থাকবে। কিছু রাজ্যে আবার টানা ২ থেকে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

 Know the list of Bank Holidays in January 2026.

২০২৬ সালের জানুয়ারিতে ভারতে ব্যাঙ্কে ছুটির তালিকা:
১. ১ জানুয়ারি (বৃহস্পতিবার): আইজল, চেন্নাই, গ্যাংটক, ইম্ফল, ইটানগর, কোহিমা, কলকাতা এবং শিলং-এর ব্যাঙ্ক শাখাগুলি নিউ ইয়ার/গান-নাগাই উপলক্ষ্যে বন্ধ থাকবে।
২. ২ জানুয়ারি (শুক্রবার): নববর্ষ জয়ন্তী উপলক্ষ্যে আইজল, কোচি, তিরুবনন্তপুরমে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে
৩. ৩ জানুয়ারি (শনিবার): হযরত আলীর জন্মদিন উপলক্ষ্যে লখনউয়ের ব্যাঙ্ক শাখাগুলি বন্ধ থাকবে।
৪. ৪ জানুয়ারি: রবিবার, সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫. ১০ জানুয়ারি: দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সারা দেশের প্রতিটি ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: পর্যবেক্ষণ করছে সেনাবাহিনী! ভারতের এই প্রতিবেশী দেশে রবিবার সম্পন্ন হতে চলেছে নির্বাচন

৬. ১১ জানুয়ারি: রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭. ১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে কলকাতার ব্যাঙ্ক শাখাগুলি বন্ধ থাকবে।
৮. ১৪ জানুয়ারি: মকর সংক্রান্তি/ মাঘ বিহু উপলক্ষ্যে আহমেদাবাদ, ভুবনেশ্বর, গুয়াহাটি এবং ইটানগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
৯. ১৫ জানুয়ারি: উত্তরায়ণ পুণ্যকাল/ পোঙ্গল/ মাঘে সংক্রান্তি/ মকর সংক্রান্তি উপলক্ষ্যে বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, হায়দরাবাদ এবং বিজয়ওয়াড়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০. ১৬ জানুয়ারি: তিরুভাল্লুবর দিবস উপলক্ষ্যে চেন্নাইয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: ভিড় নিয়ে আর নেই চিন্তা! যাত্রীদের সুবিধার্থে মেগা প্ল্যান ভারতীয় রেলের, জানলে খুশি হবেন

১১. ১৭ জানুয়ারি: উঝাভার তিরুনাল উপলক্ষ্যে চেন্নাইযতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১২. ১৮ জানুয়ারি: রবিবার দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে
১৩. ২৩ জানুয়ারি: নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন/ সরস্বতী পুজো (শ্রী পঞ্চমী)/ বীর সুরেন্দ্রসাই জয়ন্তী/ বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে আগরতলা, ভুবনেশ্বর এবং কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে
১৪. ২৪ জানুয়ারি: মাসের চতুর্থ শনিবার হওয়ায় দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫. ২৫ জানুয়ারি: রবিবার দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৬. ২৬ জানুয়ারি: আগরতলা, আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল ২৬ জানুয়ারী, ২০২৬ইটানগর, জয়পুর, জম্মু, কোচি, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়া দিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, তিরুবনন্তপুরম এবং বিজয়ওয়াড়াতে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে।