বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) সাম্প্রতিক সময়ে রেল সেক্টরের একাধিক কোম্পানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। শুধু তাই নয়, গত ৫ টি ট্রেডিং দিনে রেল সেক্টরের কোম্পানিগুলির শেয়ারের দামও বেড়েছে। গত ৫ টি ট্রেডিং সেশনে রেল বিকাশ নিগম লিমিটেডের শেয়ারের দাম ৩০৬ টাকা থেকে বেড়ে ৩৮৭.৯৫ টাকার ইন্ট্রাডে সর্বোচ্চে পৌঁছেছে। এই সময়ের মধ্যে, রেল বিকাশ নিগম লিমিটেডের শেয়ারের দাম প্রায় ২৬.৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শেয়ার বাজারে (Share Market) রেল সেক্টরের একাধিক স্টকে বিপুল বৃদ্ধি:
এদিকে, গত ৫ টি ট্রেডিং দিনে IRFC-র শেয়ারের দাম ২০ শতাংশ বেড়ে গেছে। এই শেয়ারের দামে ১১০.৮১ টাকা থেকে বেড়ে ১৩৩.৬০ টাকার ইন্ট্রাডে সর্বোচ্চে পৌঁছেছে। এছাড়াও, IRCON ইন্টারন্যাশনালের শেয়ারের দাম ১৫০ টাকা থেকে বেড়ে ১৭৮.৮৫ টাকায় পৌঁছেছে। ৫ দিনে এই শেয়ারের দাম ১৯ শতাংশ বেড়েছে। এদিকে, এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে রেল সেক্টরের শেয়ারে এহেন উত্থানের কারণ কী?

বিশেষজ্ঞদের মতামত: এই প্রসঙ্গে মাস্টার ক্যাপিটাল সার্ভিসেসের চিফ রিসার্চ অফিসার রবি সিং জানিয়েছেন, ‘RVNL, IRFC এবং IRCON-র মতো রেলের শেয়ারগুলির এই গতির নেপথ্যে মার্কেট সেন্টিমেন্ট আসল কারণ।’
আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! জানুয়ারিতে ১৬ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখুন ছুটির তালিকা
তিনি আরও জানিয়েছেন, ‘এই কোম্পানিগুলির শেয়ারের দরপতনের কারণ ছিল FII-দের বেরিয়ে যাওয়া এবং অধিক ভ্যালুয়েশন। তবে, এই সেক্টর আবারও রিকভার হচ্ছে। বাজেট সম্পর্কে যে আশা প্রকাশ করা হচ্ছে, তা থেকেই এই কোম্পানিগুলির শেয়ারের দরে বৃদ্ধি ঘটছে।’
আরও পড়ুন: পর্যবেক্ষণ করছে সেনাবাহিনী! ভারতের এই প্রতিবেশী দেশে রবিবার সম্পন্ন হতে চলেছে নির্বাচন
রেলের ভাড়া বৃদ্ধি: জানিয়ে রাখি যে, নতুন বছরের আগে ইতিমধ্যেই সরকার রেলের ভাড়া বাড়িয়েছে। রেল প্রতি কিলোমিটারে এক থেকে দুই পয়সা ভাড়া বাড়িয়েছে। অনুমান করা হচ্ছে যে এর ফলে রেলওয়ে ৬০০ কোটি টাকা লাভবান হতে পারে।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












