ভাঙবে সব রেকর্ড! কলকাতা সহ দক্ষিণবঙ্গ নিয়ে বড় আপডেট, আজকের আবহাওয়া

Published on:

Published on:

south bengal weather(161)
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতের কামড় আরও চওড়া হচ্ছে। বছর শেষে ঠান্ডার দাপট রাজ্যজুড়ে। একাধিক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) জোরালো শীত। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক দিনে কলকাতা ও জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে।তবে বছরের শেষে বা নতুন বছরের শুরুতে ফের কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। তাতে কি ফিকে হবে শীতের আমেজ? জানুন সম্পূর্ণ আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও কিছু জেলায় তাপমাত্রা ২–৩ ডিগ্রি নামতে পারে আগামী কয়েক দিনে। তবে নয়া বছরের শুরুতেই অবশ্য পারদ কিছুটা চড়বে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, ৩১ ডিসেম্বর ও বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে গোটা রাজ্যেই।

পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। ইতিমধ্যেই একাধিক জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। শীতের কাঁপুনি সামান্য বাড়তে পারে আগামী দু’তিন দিনে। ১ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের পারদ চড়বে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এর জেরেই বাধা ছাড়া হুড়মুড়িয়ে ঢুকছে উত্তুরে হাওয়া। যার কারণে তাপমাত্রা নিম্নমুখী।

দক্ষিণবঙ্গে আগামী সাতদিন আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির হবে না। কুয়াশার দাপট কিছুটা কমেছে। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দৃশ্যমানতা নেমে যেতে পারে কোথাও কোথাও। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি নেই।

আরও পড়ুন: তৈরি হতে চলেছে নয়া ইতিহাস! সাবমেরিনে সওয়ার হয়ে নৌবাহিনীর ক্ষমতা পরিদর্শন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আগামী সাতদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা কোনও জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হবে না। তবে ঘন কুয়াশা ও উত্তুরে হাওয়ার দাপটে সকালের দিকে ঠান্ডা আরও বেশি অনুভূত হবে। উত্তরের সব জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রয়েছে।