ভোটের আগে রাজনৈতিক চমক! বাম নেতাদের সঙ্গে বৈঠকের পর কী বললেন নওশাদ সিদ্দিকী?

Updated on:

Updated on:

Naushad Siddiqui Holds Key Meeting With Left Leaders
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। এই সময়ে রাজ্যের রাজনীতিতে নতুন করে জোট ও সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাম শিবির এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর মধ্যে আবার জোট হতে পারে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। এই আবহেই শনিবার বিকেলে কলকাতার আলিপুর ইনস্টিটিউটে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqui)

আলিপুরে গুরুত্বপূর্ণ বৈঠক নওশাদ সিদ্দিকীর (Naushad Siddiqui)

কলকাতার আলিপুর ইনস্টিটিউটে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর (Naushad Siddiqui) সঙ্গে বৈঠক হয় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইয়ের রূপরেখা এবং সম্ভাব্য আসন সমঝোতা নিয়েই মূলত এই বৈঠক হয়েছে।

কী বললেন নওশাদ সিদ্দিকী?

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqui) বলেন, “আমরা তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে হারাতে চাই। সেই লক্ষ্যেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু স্যারের কাছে চিঠি পাঠিয়েছিলাম। কংগ্রেসকেও চিঠি দেওয়া হয়েছে, তবে তাদের তরফে এখনও কোনও উত্তর পাইনি। বিমান বসু আমাদের ডেকে পাঠিয়েছিলেন।” তিনি আরও জানান, বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। কোথায় কোন দলের শক্তি বেশি, কে কোন এলাকায় লড়াই করতে আগ্রহী—এই বিষয়গুলো নিয়েই কথা হয়েছে। তবে আপাতত আলোচনা একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে বলেও স্পষ্ট করেন নওশাদ।

Naushad Siddiqui attacks management over Mohammedan Sporting crisis

আরও পড়ুনঃ SIR বিতর্কে নতুন মোড়, ‘সীমা খান্নার চ্যাট আমার কাছে’ বলে বিস্ফোরক অভিষেক

অন্যদিকে, নওশাদ সিদ্দিকীর (Naushad Siddiqui) সঙ্গে বামফ্রন্টের এই বৈঠক প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, “দু’পক্ষের মধ্যে প্রাথমিক স্তরে কিছু কথাবার্তা হয়েছে। তৃণমূল এবং বিজেপি-বিরোধী শক্তিগুলিকে একত্রিত করার চেষ্টা চলছে। পাশাপাশি, আসন সমঝোতা নিয়ে যাতে অযৌক্তিক কোনও দাবি না ওঠে, সেই বিষয়েও আলোচনা হয়েছে।” সব মিলিয়ে, বিধানসভা ভোটের আগে বাম শিবির ও আইএসএফের সম্ভাব্য জোট কোন দিকে এগোয়, তা নিয়েই এখন রাজনৈতিক মহলের নজর।