বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) ইস্যুতে জট অব্যাহত। একদিকে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া, অন্যদিকে একের পর এক মামলা দায়ের হচ্ছে আদালতে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের দুটি নির্দিষ্ট অর্ডারের বিরুদ্ধে আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে।
জোড়া মামলা দায়ের করল এসএসসি | SSC
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBCSSC) সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই শুরু হয়েছে চর্চা। মূলত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সরাসরি সুপ্রিম কোর্টে দুটি পৃথক মামলা দায়ের করেছে কমিশন। সূত্রের খবর, বিচারপতি অমৃতা সিনহার রায় চ্যালেঞ্জ করে দায়ের হয়েছে মামলা।
কমিশন সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশের কথা উল্লেখ করে সরাসরি শীর্ষ আদালতে মামলা করেছে। উল্লেখ্য, আগেই সর্বোচ্চ আদালত জানিয়েছিল হাইকোর্টকে মামলা শুনতে হবে। হাইকোর্টে ওয়েটিং লিস্টে থাকা আন-অ্যাপয়েন্টেড প্রার্থীদের অভিযোগ ছিল, ইন-সার্ভিস প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় বা রিল্যাক্সেশন দেওয়া হলেও, ওয়েটিং লিস্টের প্রার্থীদের দেওয়া হচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছেন।
‘সুবীর সরকার বনাম রাজ্য সরকারের মামলার’ প্রভাব এই নতুন মামলাগুলোর সঙ্গে গভীর যোগসূত্র রয়েছে। মূলত এই মামলার রায়ের ওপর ভিত্তি করেই ওই দুই মামলার রায় দেওয়া হয়েছিল। এখানে উল্লেখ্য সুবি সরকারের মামলার ক্ষেত্রে হাইকোর্টের একক বেঞ্চের অর্ডারের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ (Stay Order) দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: ভাঙবে সব রেকর্ড! কলকাতা সহ দক্ষিণবঙ্গ নিয়ে বড় আপডেট, আজকের আবহাওয়া
যেহেতু মূল মামলার ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, তাই এই নতুন দুটি মামলার ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট একই ধরণের নির্দেশ দেবে বলে কমিশন সর্বোচ্চ আদালতের দ্বারস্থ। কবে এই মামলাগুলির শুনানি হবে তা এখনও জানা যায়নি। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে কি হয়, আদালত কি নির্দেশ দেয় সেদিকে নজর রয়েছে সকলের।












