মায়ের অনুপ্রেরণা! বাবার শৃঙ্খলা, চাকরির মধ্যেই প্রস্তুতি নিয়ে UPSC-তে সফল হলেন শিবম

Published on:

Published on:

Follow

সীমিত সম্পদ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের (Success Story) চূড়ায় পৌঁছানোর এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করলেন উত্তরপ্রদেশের ফতেহপুরের শিবম শিবহরে। ইউপিএসসি পরিচালিত ভারতীয় তথ্য পরিষেবা (আইআইএস) পরীক্ষায় সফল হওয়ার মাধ্যমে তিনি এলাকার তরুণদের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছেন। তাঁর এই অর্জন শুধু একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্বই নয়, বরং সঠিক পারিবারিক লালন-পালন ও ধারাবাহিক প্রচেষ্টার ফল।

শিবম শিবহরের অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)

শিবমের সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন তাঁর মা সুশীলা শিবহরে। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন এবং কখনও পরিস্থিতির নেতিবাচক দিক তুলে ধরেননি। শিবমের মতে, তাঁর মা ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সমস্যা জয়ের মানসিকতা গড়ে তুলেছিলেন, যা আজীবন তাঁর পথ চলার পাথেয় হয়ে আছে।

আরও পড়ুন:দিঘার পর এবার নিউটাউন, দুর্গাঙ্গন তৈরির পথে আরও একধাপ এগোলো রাজ্য, সোমবার ভিতপুজো

শৃঙ্খলা ও দায়িত্ববোধের শিক্ষা পেয়েছেন বাবা রামশঙ্কর শিবহরের কাছ থেকে। চাকরি ও পারিবারিক দায়িত্ব সামলেও বাবার কাজের প্রতি নিষ্ঠা শিবমকে গভীরভাবে প্রভাবিত করেছে। এছাড়া, স্ত্রী ডা. বিজয় লক্ষ্মী শিবহরে এবং ছেলে ওজস দীর্ঘ প্রস্তুতির সময় অকুণ্ঠ মানসিক সমর্থন দিয়ে তাঁর পাশে ছিলেন, যা এই সাফল্যের পথকে আরও সুগম করেছিল।

শিবমের প্রাথমিক পড়াশোনা ফতেহপুরের বহুভা ইন্টার কলেজে শুরু হয়। পরে কানপুরের শিবাজি ইন্টার কলেজ থেকে মাধ্যমিক সম্পন্ন করে তিনি উচ্চশিক্ষার জন্য ইন্দোরে চলে যান। সেখানে বি.টেক ডিগ্রি অর্জনের পাশাপাশি সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়েও পড়াশোনা করেন। তাঁর বাবা-মা কখনও তাঁর ওপর নম্বরের চাপ তৈরি করেননি, বরং বিষয়গত জ্ঞান অর্জনের উপর জোর দিয়েছেন।

Shivam Shivhare's amazing Success Story will surprise you

আরও পড়ুন:ভাঙবে সব রেকর্ড! কলকাতা সহ দক্ষিণবঙ্গ নিয়ে বড় আপডেট, আজকের আবহাওয়া

২০১৫ সালে প্রসার ভারতীতে যোগদানের পর চাকরির পাশাপাশি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ কাজ ছিল না। তবে টাইম ম্যানেজমেন্টকেই তিনি তাঁর প্রধান হাতিয়ার করে তোলেন। প্রতিদিন অল্প সময়ের নিয়মিত পড়াশোনা, ছুটির দিনে রিভিশন এবং ধারাবাহিকতা বজায় রাখাই ছিল তাঁর কৌশল। শিবমের এই অধ্যবসায়ী যাত্রা আজ বহু সাধারণ পরিবার ও তরুণ প্রার্থীর কাছে একটি বাস্তবমুখী ও অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।