মাথায় ১ কোটি ৫২ হাজার টাকার ঋণের বোঝা! জানেন ঠিক কত সম্পত্তির মালিক BJP প্রার্থী হিরণ?

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটে (Loksabha Vote) বাংলার অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র গুলির মধ্যে একটি হল ঘাটাল। যেখানে দুই তারকার ফাইট দেখার জন্য মুখিয়ে রয়েছে রাজ্যবাসী। একদিকে তৃণমূলের টিকিটে এবারেও লড়বেন বিদায়ী সাংসদ দেব। অন্যদিকে পদ্ম শিবিরের বাজি বিজেপি বিধায়ক হিরণ (BJP Candidate Hiran Chatterjee)। এই প্রথমবার দিল্লিবাড়ির লড়াইতে নেমেছেন তিনি। জোর কদমে চালাচ্ছেন প্রচার আর নিত্যদিন বিঁধছেন একসময়ের সতীর্থ বর্তমান প্রতিদ্বন্দ্বী দেবকে। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন দেব ও হিরণ দুজনাই। জানেন ঠিক কত সম্পত্তির মালিক পদ্মপ্রার্থী হিরণ?

তথ্য অনুসারে, ২০২২-২৩ সালে হিরণের আয় ছিল ৫ লক্ষ ৪২ হাজার ৫৭০ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় তার হাতে রয়েছে নগদ ১৫ লক্ষ টাকা। ক্যাশের পাশাপাশি একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তারকা প্রার্থীর। ফিক্সড ডিপোজিট রয়েছে তার। মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে জীবনবিমাতেও বিনিয়োগ রয়েছে হিরণের। হলফনামা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সবমিলিয়ে তার পরিমাণ ২ কোটি ৯৩ লক্ষ ৪৪ হাজার ১৩২ টাকা।

ওদিকে একটি চার চাকা গাড়ি রয়েছে বিধায়কের। যার বর্তমান বাজারদর ৪ লক্ষ ৭১ হাজার ৬৯৬ টাকা। তারকার ৯০ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। মাথায় ১ কোটি ৫২ হাজার ৩৭ টাকার ঋণ। পাশাপাশি ১৫ লক্ষ টাকার গয়নাও রয়েছে তার। সম্পত্তির দিক থেকে পিছিয়ে নেই হিরণ ঘরণী অনিন্দিতা চট্টোপাধ্যায়ও।

২০২২-২৩ সালে তার আয় ৫ লক্ষ ৪৭ হাজার ১০০ আয়। অনিন্দিতার হাতে রয়েছে নগদ ১২ লক্ষ টাকা। রয়েছে একটি গাড়ি। যার বাজারদর বর্তমানে ৫ লক্ষ টাকা।এছাড়া হিরণ পত্নীর ব্যাঙ্ক ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৬৯ লক্ষ ২৪ হাজার ৭৭৯ টাকা। ১৮ লক্ষ টাকার গয়নার মালকিন হিরণের স্ত্রী।

আরও পড়ুন: উত্তাল সমুদ্র! একটু পরই ৫০ কিমি বেগে কালবৈশাখী ঝড় দক্ষিণবঙ্গের ৬ জেলায়: আবহাওয়ার খবর

hiran s

হিরণ ও অনিন্দিতার এক কন্যা সন্তান রয়েছে। তারকা সন্তানের কাছেই রয়েছে নগদ ১০ লক্ষ টাকা। এছাড়া অন্যান্য সমস্ত কিছু মিলিয়ে ৪২ লক্ষ ৩ হাজার ৩২৬ টাকার মালিক তারকা প্রার্থীর মেয়ে। পরিবারের কারোর নামেই চাষ ও অচাষযোগ্য জমি নেই। তো এই গেল ঘাটালের ‘হেভিওয়েট’ প্রার্থী হিরণ ও তার পরিবারের সম্পত্তির খতিয়ান।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর