বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ভোটার তালিকা ঠিক করার কাজ শুরু হতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এসআইআর বা ভোটার যাচাইয়ের নামে বিভিন্ন জায়গায় মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে। অভিযোগ উঠছে, অনেক বয়স্ক ভোটারকে বাড়ি ছেড়ে কেন্দ্রে যেতে বাধ্য করা হচ্ছে। শুরুতে বিষয়টি আলাদা আলাদা জেলায় দেখা গেলেও ধীরে ধীরে তা রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে। এই নিয়েই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শাসক দল তৃণমূল কংগ্রেস সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। এই প্রেক্ষিতেই SIR শুনানি নিয়ে কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
দলের BLA-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেই নির্বাচন কমিশনে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই বৈঠকেই তিনি জানান, সোমবার নির্বাচন কমিশনে তৃণমূলের একটি প্রতিনিধি দল পাঠানো হবে।
কী কারণে এই প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত অভিষেকের (Abhishek Banerjee)?
রাজ্যের শাসক শিবিরের নজরে রয়েছে SIR শুনানি প্রক্রিয়া। তৃণমূলের অভিযোগ, এই শুনানির মাধ্যমে বয়স্ক ভোটারদের অকারণে হয়রানি করা হচ্ছে। সেই হয়রানি বন্ধ করতেই কমিশনের কাছে সরাসরি অভিযোগ জানাতে চাইছে দল।
এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পষ্ট ভাষায় বলেন, “সব বাংলাকে টার্গেট করে এই কাজ করা হচ্ছে। এখানে তুলনামূলকভাবে কম নাম বাদ গিয়েছে। তারপরও বাংলাকে হেনস্থা করতে এই সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
অভিষেকের (Abhishek Banerjee) আরও অভিযোগ করে বলেন, বয়স্ক মানুষদের বাড়ি ছেড়ে শুনানিতে হাজির হতে বাধ্য করা হচ্ছে। যা একেবারেই অমানবিক। তাঁর কথায়, “যাঁদের ভোট বাড়ি থেকে নেওয়া হয়, তা হলে তাঁদের শুনানিও বাড়িতে গিয়ে করা হোক।” তৃণমূলের দাবি, এই প্রক্রিয়ায় রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে প্রবীণ নাগরিকদের ভোগান্তি বাড়ছে। সেই কারণেই নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে আপত্তি জানাতে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলতেই প্রতিনিধি দল পাঠানো হচ্ছে।

আরও পড়ুনঃ প্রার্থনা থেকে ছুটি, সবেতেই নিয়ম! ২০২৬ অ্যাকাডেমিক ক্যালেন্ডারে কড়া বার্তা WBBSE-এর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল তৃণমূল কংগ্রেস শুরু থেকেই ভোটারদের অধিকার রক্ষার প্রশ্নে সরব। SIR শুনানি নিয়ে তৈরি হওয়া এই পরিস্থিতিতে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে শাসক শিবির।
এখন দেখার, অভিষেকের (Abhishek Banerjee) পাঠানো তৃণমূলের প্রতিনিধি দলের অভিযোগ শোনার পর নির্বাচন কমিশন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়।












