‘পুলিশ মারলে মিষ্টি খাওয়াব?’ ক্ষোভে ফুঁসছেন হুমায়ুন, কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে হাই কোর্টের পথে সাসপেন্ড বিধায়ক

Published on:

Published on:

Humayun Kabir Moves High Court Over Security Issue
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নতুন রাজনৈতিক দল গড়ার পর থেকেই চাপের মুখে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। পুলিশ তাঁকে এবং তাঁর পরিবারকে নজরে রাখছে বলে দাবি করেন তিনি। এর জন্য এবার তিনি কলকাতা হাই কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝামেলা এবং ছেলের গ্রেপ্তারের ঘটনার পর রাজ্য পুলিশের উপর আর ভরসা রাখতে চাইছেন বলে জানান তিনি।

কী অভিযোগ করলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)?

সোমবার হুমায়ুন কবীর (Humayun Kabir) বলেন, নতুন দল তৈরি করার পর শাসকদলের নির্দেশে পুলিশ তাঁকে টার্গেট করছে। শুধু তাঁকেই নয়, তাঁর পরিবারের দিকেও নজর রাখা হচ্ছে বলে তাঁর অভিযোগ। বিধায়কের দাবি, তাঁর একমাত্র মেয়ের শ্বশুরবাড়ির সামনে পুলিশ ঘোরাফেরা করছে। এমনকি বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলছে বলেও অভিযোগ করেন তিনি। হুমায়ুন (Humayun Kabir) বলেন, তাঁর মেয়ের শ্বশুরবাড়ি লালগোলায়। জামাই একজন ব্যবসায়ী। তাঁদের একাধিক বাড়ি রয়েছে। সেই বাড়ির সামনে পুলিশের ঘোরাঘুরি দেখে তিনি ক্ষুব্ধ। এই প্রসঙ্গে হুমায়ুন কবীর (Humayun Kabir) স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন। তিনি বলেন, তাঁর জামাইয়ের গায়ে যদি পুলিশ হাত তোলে, তাহলে তিনি চুপ করে বসে থাকবেন না। পাশাপাশি নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝামেলা প্রসঙ্গে তিনি মন্তব্য করে বলেন, পুলিশ মারলে তিনি কি মিষ্টি খাওয়াবেন?

কী হয়েছিল রবিবার?

রবিবার হুমায়ুন কবীরের (Humayun Kabir) অফিসঘরে তাঁর নিজের নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝামেলা হয়। সেই সময় তাঁর ছেলে গোলাম নবি আজাদও সেখানে ছিলেন। এর পর নিরাপত্তারক্ষীর অভিযোগের ভিত্তিতে গোলামকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রবিবার রাতেই শক্তিপুর থানা থেকে ছাড়া পান তিনি। বর্তমানে তিনি বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।

কেন রাজ্য পুলিশের উপর ভরসা নেই সাসপেন্ড বিধায়কের?

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুনের (Humayun Kabir) আশঙ্কা ছিল, তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হতে পারে। তবে নতুন দল গড়ার পরেও বিধায়ক হিসেবে তিনি তিন জন কনস্টেবল পেয়েছেন। হুমায়ুনের অভিযোগ, ওই তিন জনের মধ্যে একজন প্রায়ই ছুটিতে থাকেন। বাকি দু’জন ঠিকভাবে কাজ করেন না। ভিড় হলে দূরে দাঁড়িয়ে থাকেন, মোবাইল দেখেন। তাই তাঁদের উপর তাঁর ভরসা নেই বলে জানান তিনি।

হাই কোর্টে যাওয়ার সিদ্ধান্ত হুমায়ুনের

এই সব বিষয় ভেবেই হুমায়ুন কবীর (Humayun Kabir) সিদ্ধান্ত নিয়েছেন, তিনি কলকাতা হাই কোর্টে যাবেন। তাঁর লক্ষ্য, কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া। কিছু দিন আগে হায়দরাবাদ থেকে নিরাপত্তারক্ষী আনতে গিয়ে প্রতারিত হওয়ার কথাও তিনি জানান। সব মিলিয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিধায়ক।

Humayun Kabir Education and Political Journey

আরও পড়ুনঃ SIR শুনানি নিয়ে বড় পদক্ষেপ তৃণমূলের, কমিশনে প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা অভিষেকের

গ্রেপ্তারের ঘটনার পর হুমায়ুন কবিরের (Humayun Kabir) ছেলে গোলাম নবি আজাদ বলেন, তিনি বাবার সঙ্গে নিরাপত্তারক্ষীর ঝামেলায় জড়াতে চাননি। চিৎকার শুনে কী হয়েছে জানতে বাবার অফিসঘরে যান তিনি। গোলামের দাবি, তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই পুলিশকর্মী তাঁর উপর চড়াও হন। গায়ে হাত তোলার কোনও প্রশ্নই নেই। তিনি আরও জানান যে, বাড়ির সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। সবকিছু দেখে পুলিশ তাঁকে জামিন দিয়েছে।