বাংলাহান্ট ডেস্ক : বছর শেষে বড় খবর ট্রেন যাত্রীদের জন্য। লাস্ট ট্রেনের সময় বদলে দিল ভারতীয় রেল। শিয়ালদহ ডিভিশনের মেইন এবং বনগাঁ লাইনের দুই শাখাতেই বদলে দেওয়া হয়েছে ট্রেনের সময়। রেল (Indian Railways) সূত্রে খবর, এই দুই লাইনেরই লাস্ট ট্রেনের সময় পিছিয়ে৫ দেওয়া হয়েছে। যদিও জানা যাচ্ছে, এই নতুন সময় ধকার্যকর হবে ২০২৬ এর ১ লা জানুয়ারি থেকে। সম্প্রতি একটি টাইম টেবিল প্রকাশ করা হয়েছে পূর্ব রেলের তরফে।
শেষ ট্রেনের (Indian Railways) সময়ে বদল
বর্তমানে বনগাঁ শাখায় শিয়ালদহ থেকে শেষ ট্রেন ছাড়ে ১১ টা ৫০ এ। ৩৩৮৩৬ শিয়ালদহ বনগাঁ লোকাল শিয়ালদহ থেকে ২৩:৫০ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছায় রাত ১:৪৫ মিনিটে। কিন্তু এবার পূর্ব রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরও দেরি করে ছাড়বে ট্রেন। আর নতুন সময়সূচী অনুযায়ী, ৩৩৮৩৬ শিয়ালদহ বনগাঁ লোকাল শিয়ালদহ থেকে ছাড়বে ২৩:৫৮ মিনিটে। আর তা বনগাঁ গিয়ে পৌঁছাবে রাত ১:৫৩ মিনিটে।

এখন কটায় ছাড়ে ট্রেন: মেইন লাইনের ক্ষেত্রে শিয়ালদহ থেকে লাস্ট ট্রেন ছাড়ে শিয়ালদহ থেকে ১১:৫০ মিনিটে। ৬৩১১১ শিয়ালদা রানাঘাট লোকাল শিয়ালদহ থেকে ছাড়ে ২৩:৫০ মিনিটে। রানাঘাট পৌঁছায় মধ্যরাত ১:৩৮ মিনিটে। কিন্তু নতুন সময়সূচী অনুযায়ী, ১ লা জানুয়ারি থেকে এই ট্রেন (Indian Railways) শিয়ালদহ থেকে ছাড়বে রাত ২৩:৫৮ মিনিটে আর রানাঘাট পৌঁছাবে ১:৪৬ মিনিটে।
নতুন সময় কখন: দুই ট্রেনের সময়ে ৮ মিনিটের বদল আনা হয়েছে। শেষ ট্রেনের সময় বাড়ানোয় বহু যাত্রীই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। আগামী বছরের ১ লা জানুয়ারি থেকে নতুন টাইম টেবিল কার্যকর হতে চলেছে।
আরও পড়ুন : বদলে গেল পুরোনো নিয়ম! রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর
নতুন টাইম টেবিলে শিয়ালদহ ডিভিশনের প্রায় ৯০ টি ট্রেনে এবার হাওড়া ডিভিশনের প্রায় ১০০ টি ট্রেনের সময়সূচীতে বদল আনা হয়েছে। নতুন বছর থেকেই নতুন সময় মেনে চলবে ট্রেন।












