বাংলা হান্ট ডেস্ক : এবার প্রতিটি ক্ষেত্রেই ভারতকে (India) আত্মনির্ভরশীল করে তুলতে চাইছে মোদী সরকার। বিশেষ করে লিথিয়াম প্রক্রিয়াকরণে (Lithium Processing) চিনের (China) উপর নির্ভরশীলতা কমানোর জন্য যাবতীয় সমস্ত পদক্ষেপই নিচ্ছে নয়া দিল্লি। ইতিমধ্যেই লিথিয়াম প্রক্রিয়াকরণে সাহায্য চেয়ে বিশ্বের অন্যান্য দেশগুলির সাথেও আলোচনা শুরু করেছে ভারত। সূত্রের খবর, লিথিয়াম খননেও গ্রীন সিগন্যাল দিয়ে দিয়েছে কেন্দ্র।
সূত্রের খবর, ইতিমধ্যেই লিথিয়াম প্রক্রিয়াকরণ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বৈঠক শুরু করেছে ভারত। শোনা যাচ্ছে রাশিয়ার পরমানু শক্তি সংস্থা রোজ়াটমের শাখা সংস্থা টেনেক্স-র সাথেও দু’দুবার বৈঠক সেরেছে ভারত সরকারের বিভিন্ন আধিকারিক। এছাড়াও এই বিষয়ে গত বছর অস্ট্রেলিয়া ও আমেরিকার সাথেও আলোচনা করেছে ভারত।
লিথিয়াম প্রক্রিয়াকরণে সাহায্য চাওয়া হয়েছে বলিভিয়া, ব্রিটেন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার কাছেও। সম্প্রতি দুই কেন্দ্রীয় আধিকারিক জানিয়েছেন, ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্বন নির্গমণকারী ও তেল আমদানিকারী দেশ। তাই কমবেশি সব দেশই ভারতের উপর আগ্রহ দেখাচ্ছে। এই দেশে লিথিয়াম মাইনিং শিল্প গড়ে তোলার বিষয়েও চলছে আলোচনা।
আরও পড়ুন:গুগল ডুডল শ্রদ্ধা জানাল ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হামিদা বানুকে! জানেন তিনি কে?
প্রসঙ্গত উল্লেখ্য, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির কাঁচামাল, মোবাইলের ব্যাটারি ইত্যাদিতে লিথিয়ামের ব্যবহার করা হয়। এখন ভারতে লিথিয়ামের খনি আবিষ্কার হলেও লিথিয়াম প্রক্রিয়াকরণের জন্য যে প্রযুক্তি দরকার তার যথেষ্ট অভাব রয়েছে। আর সেই কারণেই যে দেশগুলির কাছে এই প্রযুক্তি রয়েছে তাদের সাথে একজোট হতে চাইছে ভারত।