বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসান, প্রয়াত খালেদা জিয়া, শোকবার্তা প্রধানমন্ত্রী মোদির

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Khaleda Zia) মঙ্গলবার ভোরে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ ও নিউমোনিয়ায় ভুগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। ৮০ বছর বয়সী এই প্রভাবশালী নেত্রীর প্রয়াণে দেশের রাজনীতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে; আগামী সাধারণ নির্বাচনে তাঁকে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখা হচ্ছিল।

প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)

খালেদা জিয়া ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬, এই দুই মেয়াদে পূর্ণকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে উত্তরণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিন দশক ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে থাকা দুই নারী নেত্রীর একজন ছিলেন তিনি, অন্যজন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: স্কুলে মোবাইল একেবারে বন্ধ! ২০২৬-এর ক্যালেন্ডারে কড়া বার্তা পর্ষদের

তাঁর শাসনামলে ভারত-বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু বৈরী অবস্থান চোখে পড়ে। তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিট অধিকার দিতে অস্বীকার করেছিলেন, যার পেছনে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার যুক্তি ছিল। তিনি ১৯৭২ সালের ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি নবায়নের বিরোধিতা করেন এবং ফারাক্কা বাঁধ নিয়ে ভারতের বিরুদ্ধে কঠোর বক্তব্য রাখেন।

একই সময়ে, তাঁর সরকার চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে। ২০০২ সালের প্রতিরক্ষা চুক্তির পর চীন বাংলাদেশের সামরিক সরঞ্জামের প্রধান সরবরাহকারীতে পরিণত হয়। ভারতের অভিযোগ, সেই সময় বাংলাদেশে ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে আশ্রয় দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে ২০০৬ সালে ভারত সফরে এসে তিনি বাণিজ্য চুক্তি ও মাদক পাচার বিরোধী চুক্তিতে স্বাক্ষর করে একটি বাস্তববাদী ভূমিকাও দেখিয়েছিলেন।

Khaleda Zia has passed away, Prime Minister Modi sends condolences.

আরও পড়ুন:‘পুলিশ মারলে মিষ্টি খাওয়াব?’ ক্ষোভে ফুঁসছেন হুমায়ুন, কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে হাই কোর্টের পথে সাসপেন্ড বিধায়ক

২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় ঢাকায় তাঁর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ একটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী এক্স-এ লিখেছেন, “বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।” বিশ্লেষকদের মতে, তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল।